আমাদের কথা খুঁজে নিন

   

আবজাব-পর্ব-১

ভয় পেওনা তুমি, আমার জন্মভূমি

দুই পাতা বিজ্ঞান পড়ে নাকি আমি মাস্টারী ঝাড়ি! কি মারাত্তক মিথ্যে রে বাবা! ক্লাস টু এর বাবুটাও তো ২ পাতার বেশী বিজ্ঞান পড়ে। আমি কি ক্লাস টু তে পড়ি?আমি না অনেক উপরের ক্লাসে পড়ি?তাহলে এই কথা টা আমাকে বলাটা কি উচিৎ হলো?তাও আবার সবার সামনে? আমি এতোটুকু সিওর যে আমি ২ পাতার বেশী অবশ্য ই বিজ্ঞান পড়েছি। কিন্তু এদেরকে বলা-না বলা - এক ই! যাই হোক,ঝগড়া টা লাগছিলো বন্ধু টুটুলের বাসায়। টুটুল কে সবাই ডাকে বাটুল। একটু খাটো তো!আমার আবার এইটাতে আপত্তি!আরে,ও খাটো হলে বরং আমাদের উচিৎ এইটা সবসময় অমিট করে যাওয়া!তা না! আমার ফ্রেন্ডগুলা এতো বজ্জাত এর হাড্ডি ক্যান???টুটূল কে একদিন জিগাইছিলাম,"দোস্ত,তুই কি মাইন্ড খাস?এই যে ওরা তোরে বাটুল ডাকে?" উত্তরে সে মুখটা কাচুমাচু করে আবার হাসি হাসি করে আবার খুব গম্ভীর হয়ে গেলো! কি আজিব! এতো নানা ঢং এর এক্সপ্রেশন হলে বুঝবো কি করে আসলে বেটা তুই কি চাস?এতো মেজাজ খারাপ হলো!আবার বললাম একই কথা! এই বার তার মুখটা খুব কালো কালো হলো!বুঝলাম,খাটো বলে তার মনে একটু কষ্ট তাহলে আছে! স্বান্তনা দিতে কিংবা নিতে-কোনটাই ভালো লাগে না।

তাই সেই টাইপের কিছু বললাম না। শুধু জিগাইলাম," তোর কি করতে ইচ্ছা করে,যখন তোরে ওরা বাটুল বলে ডাকে?" কিছু বলে না!আবার খোঁচাখুঁচি। এইবার বললো" ইচ্ছা করে ছাদে গিয়ে একটা লাফ দিয়ে এই ছাতা মার্কা লাইফ টা শেষ করে দেই!" আমি চোখ বড়বড় করে তাকালাম!বাব্বা,এতো ক্ষোভ তাহলে জমে ছিলো? বললাম"তুই এতো আহাম্মক ক্যান?" প্রতিউত্তরে একটা চটকানা আশা করলেও আশায় বাঁধ সারলো অমিতের চিৎকার" ওই বাটুইল্যা,মাইয়াগো মত রুমে বইশা কি করস??,আয় তোরে দিয়া ফুটবল খেলি!তোর সাইজ আর ফুটবলের সাইজ তো সেইম ই"বলেই অমিতের সেই কি হিহিহি হাসি!আমি চুপ করে তাকায় থাকলাম টূটূল এর দিকে। আহারে। কেমন মনটা খারাপ করে ফেললো! মাথা গরম করে আসলে কিছু হয় না!তাই আমি ও চুপ করে রইলাম।

টুটুল এর জন্য আমার সেই রকম আহা উহু মার্কা কোন ভালোবাসা নাই যেই ভালোবাসায় আমি চোরাবালির মত পা ডুবায় বসে আছি!আমি আমার সব ফ্রেন্ডকেই ভালোবাসি। তাদের কথায় হি হি হি করে হাসি!লাত্থি দেই,মারামারি করি!অনেক মজা করি। কিন্তু তার মানে এই না যে তাদের সব কিছুই আমার পছন্দ ! এই যেমন টূটূল কে বাটুল বলে ডাকাটা আমার একদম ই অপছন্দ টুসকি আমাকে ক্ষেপায়!বলে " তুই এতো ক্ষেপিস ক্যান? তোরে তো বলে না। বলে তো বাটুইল্যারে!তোর এতো গায়ে লাগে ক্যান?" আমি সিওর অন্য কেউ হলে এতোক্ষনে কাউ কাউ করে একটা ঝগড়া লাগায় দিতো টুশকিটার সাথে!আমি বলেই কিছু কইলাম না!কারন আমার গায়ে ই লাগে না এইসব কথা!আমি বল্লাম,"তুই দেখতে যতটা সুন্দর মাথায় ঠিক তত খানি পরিমান গোবর নিয়ে ঘুরিস,এটা কি তুই জানিস?"বলেই আমি খুক খুক করে হাসি!টুসকি রাগতে গিয়ে ও রাগতে পারলো না! রূপের প্রশংসা করলে কেউ কি আর রেগে থাকতে পারে?খালি বললো" এইটা ক্যান বললি?" আমি বুঝায় বল্লাম,"দেখ,তুই যেমন টুটূল,মিহির,অমিত,প্রবর কে ছেলে হিসেবে দেখিস,আমি পারি না!আমি খালি বন্ধু ভাবি!জানি এইটা নিয়ে তোরা পিছে হাসাহাসি করিস!কিন্তু তাও তোদের উপর রাগ লাগে না!এই জন্য না যে আমি হাজী মুহম্মদ এর ফ্যান!আসলে আমি এই সব কাউ চাউ নিয়া ভাবতে চাই না!" এর পর আমি অনেক জোরে একটা চিৎকার দিয়ে বললাম"চুপ করবি শালী? এই সব আজাইরা কথা বইলা তুই আমার টাইম ওয়েস্ট করলি ক্যান?? ধরমু এখন তোর চুলের মুঠি??" বলতে না বলতেই টুসকি দৌড়! চলবে...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।