পৃথিবী সবুজ এবং নীল। মাঝখানে সব কালো। nawrinkhan@gmail.com
আজ প্রায় আট-ন'মাস হল আমি এই ব্লগে অনেকটা সময় কাটাই। কিন্তু ব্লগে নাম লিখিয়েছি সেদিন। নিজে কিছু টুকটাক লিখি তবে ব্লগে দিতে সাহসে কুলোয় না।
লেখালেখির চে ব্লগবাজিই বেশি উপভোগ করি। আজ একটা ব্যাপারে শেয়ার করতে ইচ্ছে হল। ব্লগে বেশ ক'জন প্রতিভাবান লেখকের আবির্ভাব ঘটেছে। এরা চমৎকার সব লেখা দিয়ে আমাদের মাতিয়ে রাখেন। ফ্লাডিং থেকে এরা মূলত যথেষ্ট দূরত্ব বজায় রাখেন বলেই মনে হয়।
এরা মূলত গল্প, উপন্যাস কিংবা এধরনের লেখা বিশেষ গুরত্ব দিয়ে লিখেন। ফালতু পোস্টে এদের তেমন নজরে আসে না। আমি আপনাদের সবার সামনে আমার একান্তই ব্যক্তিগত মতামত পেশ করছি। দেখুন, আপনাদের সাথে মেলে কিনা। বিপুল পরিমানে নিমোক্ত লেখক/লেখিকাদের ভোট দিয়ে তাদেরকে লেখালেখিতে উৎসাহ প্রদানে আমার সঙ্গে শরিক হোন।
আমি মনে করি একদল প্রখর ইচ্ছাশক্তি সম্পন্ন লেখকদের আমরা এখানে খুঁজে পাব।
নিয়াজ মোর্শেদ চৌধুরী
কবি আব্দুলহাক
রন্টি চৌধুরী
রোডায়া
অমিত আহমেদ
ঊশৃংখল ঝড়কন্যা
রাতিফ
(অ)গানিতিক
যীনাত
এবং
নাফে মোহাম্মদ এনাম
আরো ক'জন আছেন। তবে তাদের আরেকটু বুঝে নিতে হবে। আসলে যারা নিয়মিত সক্রিয় থাকেন তাদের চিহ্নিত করা সহজ হয়। প্রিয় পাঠক, আপনারা আমার সঙ্গে কতটা একমত তা জানান।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।