আমাদের কথা খুঁজে নিন

   

শখের/প্রয়োজনের পরম্পরা (ল্যাপটপের দিন নাকি শেষ!! )



আমি যেমন বাবার সন্তান তার জন্য সোয়া এক লাখ টাকা দিয়ে ডেলের একটা ল্যাপটপ কেনাই সাতজনমের ভাগ্যি!! যদিও নিজের টাকাতেই কিনেছি। তারপরো এটা হয়ত আমার জন্য বেশিই হয়ে গেছে। একদিন আনমনে ভাবছিলাম, এই যে আমি এত টাকা দিয়ে একটা ল্যাপটপ কিনলাম, যেটা আমার বাবা কোনদিন স্বপ্নেও কল্পনা করেনি, অথচ একদিন আমাদের দিন শেষ হয়ে আমাদের ছেলেমেয়েদের দিন যখন আসবে তখন তারা কি যে চাইবে- আল্লাহই জানেন। !!! নিচের বস্তুগুলো দেখলে কেউ এগুলো কলম ছাড়া আর কিছু কি ভাববে? আমিও ভাবিনি। বস্তুগুলো আসলে কি সেটা জানতে যেয়ে- আমি কিন্তু আমার প্রশ্নের উত্তর পেয়ে গেলাম৫--------- কালে কালে আরো কত কি যে দেখতে হবে! এখনো আমরা কেউ কেউ হয়তো ডেস্কটপ পিসিই ঠিক ঠাক মত ইউজ করা শেষ করতে পারলাম না ওদিকে ল্যাপটপ ইউজ শেষ হয়ে নাকি তারো পরের ভার্সনের এক যন্ত্র আসছে।

খবরটা এবং ছবিগুলো পেলাম আমার এক গ্রুপ মেইলে। দেখে কিছুক্ষণ বিস্ময়ে বসে থাকলাম। জাপান দেশটা টেকনোলজিকে যে কোথায় নিয়ে যাচ্ছে! আরো ভাবলাম জীবনে আর কতটুকুই বা দেখেছি। এরি মধ্যে হয়তো এত কিছু আবিষ্কৃত হয়ে আছে যা দেখলে পিলে চমকে যাবে । ৪------ উপরের ছবিগুলো ভালো ভাবে দেখলে কলম ছাড়া আর কি গেস করা যেতে পারে? খুব বেশি হলে বলা যায় ক্যামেরা ওয়ালা কলম।

আসলে নাকি এগুলো কলম নয়। এগুলো নাকি ভবিষ্যতের কম্পিউটার ! নিচের ছবিটি দেখলে হয়ত কিছুটা আন্দাজ করা যেতে পারে। ২----- বিজ্ঞানের রেভ্যুলুশনে বিজ্ঞানীরা পিচ্চি কম্পিউটারের ক্ষেত্রে এক বিশাল বিবর্তন ঘটিয়ে ফেলছেন। আর এইসব কিছু তারা নাকি করছেন ব্লু-টুথ টেকনোলজিকে কাজে লাগিয়ে। ------৩ এগুলোই নাকি আমাদের জন্য ভবিষ্যত কম্পিউটার যা নাকি আমরা পকেটে করে নিয়ে ঘুরতে পারবো!! আমাদের ছেলেমেয়েরা শখ করে তখন এগুলোই নিশ্চই কিনতে চাইবে?!!


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।