আমাদের কথা খুঁজে নিন

   

শাকিবের বিরুদ্ধে ষড়যন্ত্র

বিনোদন প্রিয় লোকের সংখ্যাই বেশি।

শাকিবের বিরুদ্ধে ষড়যন্ত্র সময়ের ওয়ান অ্যান্ড অনলি হিরো শাকিব খানের বিরুদ্ধে একটি মহল নতুন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। অশ্লীল ছবির ধারক-বাহক পৃষ্ঠপোষকদের সঙ্গে দুএকজন সাংবাদিক নামধারী রয়েছে যারা শাকিব খানের উত্থানকে সহ্য করতে পারছে না। তারা শাকিব অভিনীত প্রায় প্রতিটি ছবিকেই নকল বলে প্রমাণ করার অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। এই চক্রটি শাকিব খান অভিনীত প্রতিটি ছবির বিরুদ্ধে রহস্যজনকভাবে খোঁজ খবর রাখছে এবং অন্যায় দাবি তুলছে।

দাবি পূরণ না হলে সেন্সর বোর্ডে পাঠিয়ে দিচ্ছে বেনামে কোন উড়ো চিঠি। সেই সঙ্গে বিভিন্ন ছবির সিডি। সেন্সর বোর্ড অভিযোগকারীদের নাম-পরিচয় এবং উদ্দেশ্য না জেনেই অভিযোগগুলোকে গুরুত্বের সঙ্গে দেখছে এবং নকলের অভিযোগে সনদপত্র প্রদানে অনীহা প্রকাশ করছে। ক্ষেত্র বিশেষে সনদপত্র প্রদান করার পরও পরবর্তীতে তা স্থগিত করছে। ইতিমধ্যে যে ৪টি ছবির সেন্সর সনদপত্র দিতে আপত্তি কিংবা সনদপত্র দেয়ার পর স্থগিত করা হয়েছে তার মধ্যে তিনটি ছবি শাকিব খান অভিনীত।

এর মধ্যে বদিউল আলম খোকন পরিচালিত প্রিয়া আমার প্রিয়া ছবিটিকে সেন্সর সনদপত্র প্রদান করে পরবর্তীতে নকলের অভিযোগে স্থগিত করা হলে ছবির প্রযোজক আদালতের শরণাপন্ন হন। আদালতের রায়ে প্রিয়া আমার প্রিয়া মুক্তি পেয়ে সুপার হিট হলে শাকিব বিরোধী শিবির আরও সক্রিয় হয়ে ওঠে। তারা এখন শাকিব অভিনীত প্রতিটি ছবিকেই টার্গেট করেছে। ইতিমধ্যেই শাকিব অভিনীত দুটি ছবি সেন্সর বোর্ডে নকলের অভিযোগে আটকে রয়েছে। ছবি দুটো হচ্ছে শাহাদাৎ হোসেন লিটন পরিচালিত মিয়া বাড়ীর চাকর এবং সাফি ইকবাল পরিচারিত প্রেম মানে না বাধা ।

দুটি ছবিই পরিচ্ছন্ন এবং সুস্থ ধারার। ছবিগুলো মুক্তি পেলে সুপারহিট হবে এমনটি নিশ্চিত হয়েই ওই চক্রটি তৎপর রয়েছে যাতে কোন মতেই এই দুটোসহ শাকিবের অন্যান্য ছবি যাতে সহজেই মুক্তি পেতে না পারে। এতে করে চলচ্চিত্র ব্যবসার ক্ষতি তো হবেই। ক্ষতি হবে শাকিব খানেরও। এখন শাকিব ছাড়া কারো ছবি চলে না।

ফলে শাকিবের ছবি মুক্তি না পেলে অশ্লীল ছবির নির্মাণ আবার শুরু হবে অথবা মুম্বইয়ের ছবি চলে আসবে এমন লক্ষ নিয়ে ব্যস্ত ওই চক্রটি। এই লক্ষ পূরণে ব্যস্ত কিছু অশ্লীল ছবি থেকে সুবিধা পাওয়া সাংবাদিক নামধারীও। তারা শাকিব খান অভিনীত ছবিগুলো নিয়ে উদ্দেশ্যমূলকভাবে আগাম সংবাদ পরিবেশন করছে যা নিয়ে বিরক্ত শাকিব খান নিজেও। এই চক্রকে প্রতিহত করার জন্য শাকিব নিজেও সক্রিয় হয়ে উঠেছেন। নিজের ক্যারিয়ার এবং চলচ্চিত্র শিল্পকে ধ্বংসের হাত থেকে রার জন্য শাকিব নতুন একটা পরিকল্পনা গ্রহণ করেছেন।

অচিরেই এই পরিকল্পনা নিয়ে তিনি নিজের ছবির প্রযোজক, পরিচালক এবং শীর্ষস্থানীয় সাংবাদিকদের সঙ্গে আলোচনা করবেন বলে জানা গেছে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৫ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।