এক সাথে উইল্ডোজ এবং লিনাক্স ভিক্তিক অপারেটিং সিস্টেম ব্যবহার করলে প্রথমে যে সমস্যাটি দেখা যাবে তা হল আপনার পিসি সরাসরি লিনাক্সে বুট করবে।নবীনদের জন্য এটা একটা সমস্যা।আসুন দেখা যাক কিভাবেও উইন্ডোজকে ডিফল্ট মানাবেন।
১. প্রথমে লিনাক্সে প্রবেশ করুন।
২. চাপুন ALT + CTRL + F1
৩. এবার রুট এর পাসওয়ার্ড দিন।
৪. চাপুন vi /boot/grub/menu.lst
৫. চাপুন i
৬. এবার default = 0 সেকশনে যান।
৭. default = 1 করুন।
৮. ESC চাপুন
৯. চাপুন :wq
১০. রিবুট করুন, এখন উইন্ডোজ ডিফল্ট অপারেটিং সিস্টেম হবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।