এলেমেলো কথাবার্তা tutul@amrabondhu.com
ব্লগেই আর লিখবনা বলে সিদ্ধান্ত নেয়ার পর মনে হলো এই কাজটা এখনো বাকি রয়ে গেছে। শেষ করে বিদায় নেব... দয়া করে আমার দেয়া আর একটু কষ্ট আপনারা মানবেন...
মুক্তিযুদ্ধ নিয়ে একটি ই-সংকলন "ফিরে দেখা ৭১" বের করার সু-সংবাদটি আগেই জানিয়েছিলাম। আপনাদের সহযেগীতায় এর কাজ পুরোদমে এগিয়ে চলছে। আপনাদের দোয়া এবং সহযোগীতায় সুসম্পন্য শীঘ্রই। জরুরী ভিত্তিকে অনুমতি কাম্য।
অনেকের সাথে ব্যক্তিগত ফোনাফুনিতে অনুমতি পেয়েছি। যারা দুরে আছেন তাদের বিনীত অনুরোধ জানাচ্ছি। আমরা প্রাথমিক ভাবে জুলাই ০৮, ২০০৮ইং তারিখ পর্যন্ত লেখার অনুমতির জন্য অপেক্ষা করব। এর মধ্যে যতটুকু পাওয়া যাবে তাই নিয়ে সংকলন বের হবে ইনশাল্লাহ।
প্রসঙ্গক্রমে জানিয়ে রাখছি- ই-সংকলনটি ইউনিকোডে করা হচ্ছে না।
এটি হবে প্রচলিত বাংলায়- সুতন্বী এমজে ফন্টে। ইলেক্ট্রনিক এই সংকলনটি সম্পূর্ণ অবাণিজ্যিক ও নির্দলীয় একটি উদ্যোগ।
ইমেইলে যোগাযোগ : অথবা
---------------------------
যাদের অনুমতি এখনো পাওয়া যায়নি :
জামাল ভাস্কর:: বস আপনে কই?
পশ্চিমা মতপ্রকাশের স্বাধীনতা আর যুদ্ধাপরাধের বিচার বিষয়ক কিছু ভাবনা
মিরাজুর রহমান:: মিরাজ ভাই মেইল করেছি একটু চেক করেন
সংখ্যা ব্লগ : আমাদের মুক্তিযুদ্ধ
যে কারনে পাকিস্তানী যুদ্ধাপরাধীদের বিচারে ব্যর্থ হলাম
ইতিহাস খুড়ে দেখা : মুজিবনগর সরকার, স্বাধীনতার ঘোষনাপত্রের মুল দলিল এবং মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক
লাইটহাউজ :: আপনাকে কোনভাবেই ট্রেস করতে পারছি না... অন্যরা কেউ পারলে একটু অনুমতির বিষয়টা যদি তার সাথে শেয়ার করতেন ... উপকৃত বোধ করতাম।
ত্রিশ লক্ষ শহীদ : মিথ নাকি বাস্তবতা ?
ফারহান দাউদ :: .. বস আপনে কই? একবার এইদিকে দৃষ্টি দেন প্লিজ
মুক্তিযুদ্ধের কিছু প্রামান্য বইয়ের তালিকা
মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস,গল্প ও কবিতা সংকলনের তালিকা
'৭১ এর বুড়ি : সাধারণ কিছু মানুষের গল্প
বীর মুক্তিযোদ্ধার সন্তান
ধুসর গোধূলি:: ম্যাসেজ দিয়েছি ... উত্তরের অপেক্ষায়
নিজের দেখা / শোনা মুক্তিযুদ্ধের ঘটনার আর্কাইভের জন্য-
সাজেদ :: আমার আওতার বাইরে
উনিশ শ একাত্তরে দেশের একটি সাধারন ঘটনা, যা আমাদের পরিবারের অসাধারণ
রক্তিম:: আমার আওতার বাইরে
এক রাত্রির গল্প
নাদান :: আমার আওতার বাইরে
আমার বাবা ও মুক্তিযুদ্ধ
মেহরাব শাহরিয়ার :: আপনি তো ব্লগ এ নিয়মিত... একবার এইদিকে দৃষ্টি দিন প্লিজ...
৭১ এর ঘটনা : এক ঝুড়ি কামরাঙা ,আল্লাহর কাছে আমার যত কৃতজ্ঞতা
বিপ্লব রহমান মেইল করেছি .. বস মেইল চেক কইরেন
স্বাধীন বাংলার পতাকার প্রথম নকশাবিদ
আরো যাদের অনুমতি পাওয়া গেছে:
ই-সংকলনে লেখা প্রকাশের অনুমতি চাইছি মঙ্গলবারের মধ্যে
এরিমধ্যে আরো যারা অনুমতি প্রদান করেছেন:
হাসান মোরশেদ :: অনুমতি পাওয়া গেছে
ভিনদেশী মানুষ, আমাদের বীরপ্রতিক : : তবু নাগরিক নয় !!!
যুদ্ধাপরাধীদের বিচার ৎৎ হবে না কেনো, হবে ... (মোরশেদ ভাই এই লেখাটা বিবেচনার জন্য অনুরোধ জানিয়েছেন)
ঝড়ো হাওয়া :: অনুমতি পাওয়া গেছে
মায়ের মুখে মুক্তিযুদ্ধের স্মৃতি
শেরিফ আল সায়ার :: অনুমতি পাওয়া গেছে
বীভৎস যৌন নির্যাতন, কিন্তু এড়িয়ে গেছেন সবাই
তীরন্দাজ অনুমতি পাওয়া গেছে
পাকিস্তানের জামাতে ইসলামীর খায়েস ও তার বাস্তবায়নে বাংলাদেশে জামাতের সম্ভাব্য ভূমিকা
জেবতিক আরিফ:: অনুমতি পাওয়া গেছে
যুদ্ধাপরাধীদের বিচার ও নানাবিধ যুক্তি : শিশুর সাথে আরেকটি আলাপচারিতা
সামী মিয়াদাদ:: অনুমতি পাওয়া গেছে
যে রাতটি আমার নির্ঘুম কাটে
৭১ এ মহান আল্লাহ কি পাকিস্তানীদের পক্ষে ছিলেন না?
এখনো যারা লেখা দিতে ইচ্ছুক... দয়া করে আপনার সহযোগীতার হাতটা সম্প্রসারিত করুন... লেখার লিংক দিন... আগামীকাল লেখা নেয়া শেষ করবো...
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।