আমাদের কথা খুঁজে নিন

   

সিরিয়া-সংকটের রাজনৈতিক সমাধান প্রয়োজন: জন কেরি

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি আজ রোববার ফ্রান্সের রাজধানী প্যারিসের এক অনুষ্ঠানে বলেছেন, সিরিয়ার সংকটের সমাধান হতে পারে রাজনৈতিক উপায়েই, সামরিক অভিযানের মধ্য দিয়ে নয়।
আল জাজিরা জানায়, সিরিয়া-সংকট ও দেশটিতে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে সামরিক হামলার সম্ভাব্য দিকগুলো খতিয়ে দেখতে কেরি আজ প্যারিসে আরব লিগের নেতাদের সঙ্গে বৈঠক করেন।
সম্প্রতি সিরিয়ায় বেসামরিক জনগণের ওপরে রাসায়নিক অস্ত্র প্রয়োগের ঘটনায় দেশটিতে দুই বছর ধরে চলা গৃহযুদ্ধ নতুন মোড় নিয়েছে। ২১ আগস্ট সকালে দামেস্কের উপকণ্ঠের কয়েকটি স্থানে রাসায়নিক অস্ত্রের হামলায় এক হজারেরও বেশি মানুষ নিহত হওয়ার পর যুক্তরাষ্ট্র দাবি করছে, ওই হামলার জন্য সিরীয় প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অনুগত বাহিনী দায়ী। তাই আসাদের সরকারকে শায়েস্তা করতে দেশটিতে সামরিক অভিযান চালানো আবশ্যক বলে মনে করছে যুক্তরাষ্ট্র।
তবে কেরি আজ রোববার কাতারের পররাষ্ট্রমন্ত্রী খালিদ বিন মুহাম্মদ আল আতিয়ার সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে স্বীকার করেছেন যে সামরিক অভিযান নয়, রাজনৈতিক উদ্যোগের মধ্য দিয়েই সিরিয়ার গৃহযুদ্ধের অবসান হতে পারে।

সোর্স: http://www.prothom-alo.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।