বাংলাদেশ ব্লগারস এসোসিয়েশন সদস্য নং: ১০ । facebook.com/milton3d
সবাই খবরটা জেনেছেন পত্রিকা মারফত। ও সাইফুল ইসলাম সামিন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্যের ছাত্র। গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিপার্টমেন্টের স্টুডেন্ট।
ও আজ পুঙ্গ। দায়িত্ব পালন করতে যেয়ে তার আজ এই অবস্থা। ওর দুটো পা ওর আর দেহের সাথে নেই। ও আর কোনদিন হাঁটতে পারবে না। এটা কতটা কষ্টের।
কতটা বেদনার।
নগর সাময়িকীর ঢাকায় থাকিতে ও লেখে। ওর দায়িত্ব ছিল তেঁজগাও এর উপরে একটা রিপোর্ট করা। হঠাৎ হোঁচট খেয়ে রেললাইনের উপর পড়ে যায়। আর মুহুর্তের মধ্যে দ্বিখন্ডিত করে দেয় ওর তারুন্যে উদ্দিপ্ত দেহটা একটা মালগাড়ী।
ঘটনাটি গত শুক্রবার সকালের।
ওকে হাসপাতালে নেয়ার জন্য একটা গাড়ীও যোগাড় করা যাচ্ছিল না। অনেক কষ্টে একটা সিএনজি অটোরিক্সা জোগাড় হয়েছিল কিন্তু ততক্ষণে অনেক দেরী হয়ে যায়। হাসপাতালের ডাক্তাররা ব্যাস্ত হয়ে পড়ে সামিনকে বাঁচাতে। ততক্ষণে ওর দেহ থেকে ক্ষরণ হয়ে যায় অনেক রক্ত।
দেড় ঘন্টা অপারেশনে ওর পা দুটো কেটে ফেলা হয়েছে। ওর পায়ের রক্তনালী গুলো সব ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। অনেক কষ্ট করে বন্ধ করা হয়েছে ওর রক্তক্ষরণ। প্রচন্ড রক্তক্ষরণে ওর রক্তচাপ একেবারে নীচে নেমে আসে। হাঁপিয়ে ওঠেন ডাক্তারেরা।
পর পর কয়েক ব্যাগ রক্ত দেয়ার পর হৃদ স্পন্দন ফিরে আসে।
ততক্ষনে পুঙ্গ হাসপাতালে ছুটে যায় ওর বন্ধু বান্ধব শিক্ষক আর প্রিয়জনেরা। কিন্তু কারোর আহাজারিই ওর পা দুটি ফেরত দিতে পারে না।
আমরা আর কোন দুর্ঘটনা চাই না। আর দেখতে চাই না কোন তাজা প্রাণের এভাবে থমকে যাওয়া।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।