[এটা আমার বন্ধু নীলান্তরের লেখা একটি কবিতা। আমি আমার বন্ধুর কবিতার খুব ভক্ত। দেখুন আপনাদের ভালো লাগে কিনা।]
তোমার মুখের 'পর একফোঁটা বৃস্টির জল,
চোখের কাজল,
খোঁপায় বেলি ফুলের সাজ
কত যে দৃশ্যের জন্ম দেয় আজ।
যদি একটু বৃস্টি হতো,....... হৃদয় চায় স্নিগ্ধতা,
যেন খসে পড়া একটি শুকনো পাতা
নিমিষেই গুঁড়ো হবে আলতো ছোঁয়ায়।
হৃদয়ের খুব কাছে একটানা নুপূর বেজে যায়;
বড় চেনা সে সুর।
ভেবে ভেবে কেটে গেল আরেকটি ক্লান্ত দুপুর।
যদি একটু বৃস্টি হতো.......তোমার চুল-সিক্ত জল,
চোখের কাজল,
আমার হৃদয়ে স্নিগ্ধতা,
ছিন্নপ্রায় খাতায় আরেকটি নতুন কবিতা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।