আমাদের কথা খুঁজে নিন

   

১৯৬ অ্যালগরিদম সমস্যা।

যে জানেনা এবং জানে যে সে জানেনা সে সরল, তাকে শেখাও। যে জানেনা এবং জানেনা যে সে জানে না, সে বোকা-তাকে পরিত্যাগ কর।

আচ্ছা আপনার হাতের কাছে কি কাগজ-কলম আছে। কাগজ-কলম না থাকলেও অসুবিধা নেই। মোবাইলের ক্যালকুলেটর অপশনে গিয়েও কাজ চালাতে পারবেন।

তাহলে আসুন একটি মজার অংক করি। এটিকে অংক না বলে নাম্বার সিস্টেমের একটি ধাঁ ধাঁ বললেই মানাবে ভালো। মনে মনে একটি পূর্ণ সংখ্যা নিন। ধরা যাক সংখ্যাটি ৯৬। এটিকে উল্টো করে লিখলে হবে ৬৯।

এখন যোগ করুন। ফলাফল ১৬৫। সংখ্যাটিকে আবার উল্টে লিখলে ৫৬১। আবার যোগ করুন। যোগফল ৭২৬।

আবার উল্টিয়ে যোগ করলে যোগফল দাঁড়াবে ১৩৫৩। এই সংখ্যাটি উল্টিয়ে লিখলে দাঁড়ায় ৩৫৩১। পূর্বোক্ত সংখ্যাটির সাথে যোগ করলে যোগফল দাঁড়ায় ৪৮৮৪। এই সংখ্যাটিকে উল্টো করে লিখলেও সংখ্যাটি দাঁড়াবে ৪৮৮৪। এটি একটি প্যালিনড্রোমিক নাম্বার।

আপনি যে কোন একটি সংখ্যা (যত ডিজিটেরই হোক না কেন) নিয়ে চেষ্টা করে যান। এক সময় না এক সময় এটি প্যালিনড্রোমিক হয়ে যাবেই। দুই ধাপ থেকে শুরু করে ১০/২০/৩০.....৬০/৭০ ধাপেও কিছু সংখ্যা প্যালিনড্রোমিক হয়ে যায়। কিন্তু ১৯৬ সংখ্যাটির প্যালিনড্রোমিক সংখ্যা বের করা যাচ্ছে না। এটি একটি রহস্য।

বড় বড় গণিতবিদরা মাথার ঘাম পায়ে ফেলছেন ১৯৬ সংখ্যাটির প্যালিনড্রোমিক সংখ্যা বের করার জন্য। আধুনিক বড় বড় কম্পিউটার এর সাহায্যে এই প্রচেষ্টাটি দিনের পর দিন চালানো হচ্ছে। কিন্তু আজও এই সমস্যার সমাধান হয়নি। আদৌ হবে কিনা তাও বুঝা যাচ্ছে না। ২০৩৪ সালে বাংলাদেশের জনসংখ্যা হবে ১৯৬ মিলিয়ন।

(বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হিসাব মতে)। আচ্ছা এই ১৯৬ প্যালিনড্রোমিক সমস্যাটির সাথে ২০৩৪ সালে বাংলাদেশের ১৯৬ মিলিয়ন জনসংখ্যা সমস্যার কোন সম্পর্ক আছে কি! এই রহস্যময় ব্যাপারটি নিয়ে 'ওয়ান জিরো ওয়ান সাইবর্গ টিম' একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে কাজ করে যাচ্ছে। জানতে হলে পড়ুন- ওয়ান জিরো ওয়ান সাইবর্গ টিম। ভিজিট করুন-View this link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।