আমাদের কথা খুঁজে নিন

   

রাধা-কৃষ্ণ : প্রথম অভিসার

কালার বাশিঁ হলো বাম বলে শুধু রাধা নাম হাতের মুঠোয় তোমার মুখ মুগ্ধ চেয়ে রই বিস্ময়ে একবারও ফেলি না পলক পাছে হারিয়ে যায় এই সুন্দর। জীবনের যতো দুঃখ-সুখ তুচ্ছ করে জন্ম-যৌবন পূর্ণ করে দিতে তুমি এলে... রাধা তুমি এলে। বিহ্বল সর্বাঙ্গ আমার থির থির কাঁপে ভয়ে। উন্মত্ত এই অবাধ সৌন্দর্য্য ধারণ করার অসীম ক্ষমতা কী কৃষ্ণের আছে? স্তব্ধতা গ্রাস করে, দেহে নির্জন শীতলতা। অথচ মনে পড়ে- গত রাত্রিতেও কল্পনায় উড়ছিল তোমার শরীর, আমাকে ঘুমোতে দেয় নি মোটেও।

চোখের সমুখে দেখি সত্য আজ তীব্র স্রোতের শরীর তোমার রাধা তুমি, জুই ফুল রঙা অদ্ভূত দ্যুতি স্পর্ধিত পর্বত যেন যুগল বুকে আর জোস্না খেলে তোমার ব-দ্বীপে। কী স্নিগ্ধ দেহের নির্যাস, অফুরাণ প্রাণ শক্তি দাও ঠোটে চুম্বন-চুম্বনে। আমার দীপ্ত পুরুষ গুটিয়ে যায় বার বার, শ্রী কৃষ্ণ কী যোগ্য রাধার ? আমাকে জাপটে ধরে তোমার উত্তাল বাহু অভয় আলিঙ্গন দিয়ে বলে- এই উত্তাপ তোমারই হে প্রাণ নাথ। মুহূর্তে বৃন্দাবন আলোকিত জ্বলে অগ্নি কেটে যায় ইতস্তত ভাব; এইবার আমি শিকারী, প্রবেশ করি পৃথিবীর সবচেয়ে দামী হিরক গুহাতে। এইবার আমি টের পাই- পাখির ওড়া- ঝড়ের দাপট অনাবিল উষ্ণতায় অবিরাম দোলা।

মুখরিত যমুনার জলে উৎসব শব্দে বাজে সুখ; বুকের পশমে মুখের বিবরে বল্গাহীন সুখ ভীড় করে। হলুদ বিবর্ণ মাঠ সহসাই হয়ে ওঠে সমূদ্র-সবুজ। তীব্র আবর্ত সেই সৃষ্টি শুরুর, জগতের প্রথম ও শ্রেষ্ঠতম পাঁপ- আদম আর হাওয়া; কৃষ্ণ আর রাধা। ঈশ্বর দাও কী শাস্তি দিতে চাও? আহা, ঈশ্বর পরাজিত এইখানে। আমরা দুজনে জয়ী- আমি আর তুমি -- কী মধুর কী অপরূপ এই কথা, তুমি - তুমি আর আমি।

[স্বরচিত]  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ৬১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.