আমাদের কথা খুঁজে নিন

   

আর সবকিছুতেই 'আন্তরজাতিক'! তো, আটকা পড়া লোকজনকে উদ্ধারের জন্য আন্তরজাতিক সাহায্য নিতে সরকারের দ্বিধা কেন?

দূর্যোগের সময় কারো কাছ থেকে পাওয়া সাহায্য ফিরিয়ে দেয়না সাধারণত কোন দেশ। সেই দেশ ধনী হোক কি গরীব। হিইটি, জাপান ও আমেরিকা সহ অনেক দেশ তাদের দুর্যোগের সময় শত শত বিদেশী পারদর্শীদের থেকে সাহায্য নিয়েছে। সাভারে বহুতল ভবন রানা প্লাজা ধসে পড়ার ঘটনায় আটকা পড়া লোকজনকে উদ্ধারে যুক্তরাজ্যসহ আরও কয়েকটি দেশের সাহায্যের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ। গত বুধবার ভবনটি ধসে পড়ার পর অভিজ্ঞ উদ্ধারকারী দল পাঠিয়ে উদ্ধারকাজে সাহায্যের প্রস্তাব দিয়েছিল যুক্তরাজ্য।

কিন্তু তাদের এই প্রস্তাব সরকার প্রত্যাখ্যান করেছে বাংলাদেশের আমাদের আওয়ামী সরকার। অনেকের বিশেষজ্ঞের মতে উদ্ধারকাজে বিদেশি সাহায্য গ্রহণ করা হলে দেশের ক্ষমতাশীন দলের অনেক কুকর্মের তথ্য পাশ হয়ে যাবে দিধায় সরকার এই সাহায্য নেয়নি। উচ্চ পর্যায়ের কেলেংকারী, সরকারী মন্ত্রী-মিনিস্টারদের দালালী ও দলীয় মাসতানদের দূষিত সব কাজ জনগনের জানা হয়ে যাবে বলে সরকার আশঙ্কা করেছে। জাতিসংঘের একজন কর্মকর্তা বলেছেন, সাহায্যের প্রয়োজনীয়তার বিষয়টি এবং যুক্তরাজ্যসহ আন্তর্জাতিক সম্প্রদায় যে তার জন্য প্রস্তুত, সেটা বাংলাদেশকে জানানো হয়েছিল। কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে সেটা প্রত্যাখ্যান করা হয়েছে।

বিশেষজ্ঞদের সহায়তা নিলে আরো অনেক প্রাণ বাচানো যেত বলে মত প্রকাশ করেছে জাতিসংঘের এবং যুক্তরাজ্য। আমার মতে - মানুষ বেচে থাকলে তাদের কাহিনী জানা হয়ে যেত সবার। আমার কেন যেন ধারনা হচ্ছে আমাদের আওয়ামী সরকার ও বর্তমান প্রশাসন "রানা সাহেবদেরকে" দেশ থেকে স্বস্মানে ভারতে পাঠানোর পেরেশানিতে সাধারণ মানুষের কথা ভাবভার সময় পাননি। এতে আমাদের সরকার ও প্রশাসনের আসল চেহারা শুধু আমরাই দিখিনি - দেখেছে সারা বিশ্ব!  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৫ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।