আমাদের কথা খুঁজে নিন

   

লেট নাইট অনুকাব্য

অদ্ভূত বিষয়গুলোতে বিস্ময়াভূত হওয়া একটি চমকপ্রদ ব্যাপার!! ১। তোমায় নিয়ে কাঁটবে দিন তোমায় নিয়ে ভাবব ভেবে ভেবে তোমায় নিয়ে লিখব অনুকাব্য। ২। তোমার কোন গুণ-ই নেই নেই কোন সামু নিক লেখালেখি পারোনা ভীষণ রকম বেরসিক। ৩। তোমায় নিয়ে ভাবতে মানা দেখতে মানা চাঁদ এই ভরা পূর্ণিমাতেও মাথার ওপর ছাদ। ৪। চা খাবে? বানাই? একবারো তো জানতে চাও না আমি কী চাই? ৫। ভাল্লাগে না কোন কিছু ভাল্লাগে না আর ভাল্লাগে না দূরত্ব তোমার আমার।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।