আমাদের কথা খুঁজে নিন

   

এক মাসের বেতনে .................

মানুষকে নতুন কিছু জানাতে পারলে ভাল লাগে ....

এক কেজি চাল কেনা যায় না !! কেউ বিশ্বাস করবে যে আকাশছোঁয়া দ্রব্যমূল্যের এই বাজারে একজন স্কুল শিক্ষিক মাসে বেতন পান পৌনে বাইশ রুপি ? অবিশ্বাস্য হলেও ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগণা জেলার একটি প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষক প্রণবকুমার সেনগুপ্ত এই বেতন পাচ্ছেন। তাও আবার এক, দু্ই মাস বা এক, দুই বছর ধরে নয়, সেই ১৯৭৩ সাল থেকে । সময়ের সাথে তাল মিলিয়ে বেতন বাড়ানোর দাবিতে সেনগুপ্ত কয়েকবার আদালতে গিয়েছেন। নিজের পক্ষে রায়ও পেয়েছেন। কিন্তু পশ্চিমবঙ্গের সরকারি শিক্ষা বিভাগ রায় অনুযায়ী ওই শিক্ষকের বেতন বাড়ানোর ব্যবস্থা গ্রহণ করেনি। বৃহস্পতিবার তিনি আবারো আদালতের রায় পেয়েছেন। তবে বর্তমান স্কেল অনুযায়ী বেতন পাবার ব্যাপারে তিনি সন্দেহ পোষণ করেছেন। ১৯৭৩ সালের ২১ মার্চ প্রণব সেনগুপ্ত ওই স্কুলে সহকারী শিক্ষক হিসেবে যোগ দেন। চাকরি নিয়মিতকরণ না হওয়ায় তার বেতন শুরুতে যা ছিল এখনো তাই আছে। সূত্র : ইত্তেফাক

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।