বাংলাদেশ ব্লগারস এসোসিয়েশন সদস্য নং: ১০ । facebook.com/milton3d
যুগ এখন হাই স্পিড ইন্টারনেটের। আপনি চাইলেই পেতে পারেন এই ইন্টারনেট। কয়েকদিন আগে আমি একটি সাইনবোর্ড দেখে একটু কিছুক্ষণের জন্য থমকে গিয়েছিলাম। ইচ্ছা হলো ঠিকানা মত একটু গিয়ে আলাপ করে দেখি।
ওনারা কিভাবে ইন্টারনেট মানুষকে দিচ্ছে? গেলাম সেখানে। দেখলাম একটা দোকান সেখানে বসে আছে একজন ভদ্রলোক। বয়স ৫৫ হবে।
জানতে চাইলাম, ইন্টারনেট জিনিসটা আসলে কি? উনি আমাকে বললেন, আমাদের ইন্টারনেট লাইন আপনি বাসায় যদি নেন তাহলে আপনি আপনার কম্পিউটারে সবকিছু দেখতে পারবেন।
আমি জিজ্ঞাসা করলাম, সবকিছু কি কি দেখতে পারবো?
উনি বললেন, আরে এইগুলাও জানেন না? এই ধরেন, সুন্দর সুন্দর ছবি, সিনামা, নাটক, ওয়েবসাইড আরো কত কি?
আমি বললাম, ও আচ্ছা ওয়েবসাইড তাইনা? কিন্তু আমি তো জানতাম ওয়েবসাইট।
সে বলল, না না ওয়েবসাইডই হবে।
আচ্ছা আপনার এই লাইন কি ভাবে আসবে?
সে বলল, আমরা সরাসরি চট্টগ্রাম থেকে লাইন নিয়ে আসছি, খুব ভাল লাইন, ঐটা কিন্তু সমুদ্রের নীচ দিয়া আইসে। বিদেশ থিকা। আর ঐ তারের সাথে জোড়া দিয়াই আপনার বাসায় লাইন দেওয়া হবে। খুবই দ্রুত গতির লাইন।
মারাত্বক স্পিরিট। ঐটার নাম হইল, সাবমেরীন লাইন।
সে আমার কাছ থেকে আমার মোবাইল নাম্বার নিল। এখন রেগুলার আমাকে ফোন করে কবে লাইন লাগাবে? আমি বলি, "এইতো আর কয়টা দিন সবুর করেন। আমি এখন কম্পিউটার কিনি নাই তো, কম্পিউটার কিনলেই আপনার লাইন লাগিয়ে নিবো।
"
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।