আমি বেড়াতে ভালবাসি। আমার পায়ের তলায় সর্ষে। তবে লেখালিখিটা একদম আসেনা।
দক্ষিন ভারতের অন্ধ্র প্রদেশ রাজ্যের তিরুপতির কথা নিশ্চই অনেকেই শুনেছেন। ওখানের পাহাড়ের ওপরের মন্দির খুব বড় একটা তীর্থক্ষেত্র।
আমরা ওখানের পাহাড়ে একবার ট্রেকিং করতে গেছিলাম। পাপবিনাশনম বলে একটা ঝর্ণা আছে। প্রাচীনকালে লোকে বিশ্বাস করতেন যে ওখানের জলে চান করে তিরুপতির বালাজীর মন্দিরে পূজা দিলে সব পাপ মুছে যায়। ওখান থেকে ট্রেকিং শুরু। আর শেষ হল আকাস গঙ্গা বাঁধে।
আগে প্রাচীনকালে নাকি এটা একটা তীর্থের পথ ছিল। ইংরেজ শাসনের সময় পাকা রাস্তা হওয়ায় ওই পুরানো রাস্তাটা আর কেউ ব্যাবহার করে না। তাই ওটা প্রায় জঙ্গল হয়ে গেছে। এখন আমাদের মত লোকেরা ওখানে শুধু আ্যডভেঞ্চার করতে যায়। তবে একটা ভাল কথা এই যে এইসব জঙ্গলে কোনো হিংস্র জন্তু নেই।
ছবি পরিচিতি:
১ - ৩। আকাশ গঙ্গা বাঁধ।
৪ - ৫। পাপবিনাশনম থেকে আকাশ গঙ্গায় আসার ট্রেকিং পথের এক ঝলক।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।