আমাদের কথা খুঁজে নিন

   

নিউ আরবান আইডিয়া....

আমি পথিক

কাজ শেষের পর যা হবে......। সিংগাপুরে হতে যাচ্ছে এশিয়ার সবচেয়ে ব্যয়বহুল এবং সৌন্দর্যে পরিপূর্ন এই অবকাশ কেন্দ্রটি। কি নেই এখানে। শাপলা আকৃতির একটি আর্ট / সায়েন্স জাদুঘর, নজরকাড়া কাঁচের প্যাভেলিয়ন, এসেম্বলি হল, মিটিং রুম, শপিং সেন্টার আরো কত কি .....। ৫০,০০০ লোক একসাথে বসার ধারন ক্ষমতা সম্পন্ন এর হল রুম।

সাথে আছে তিনটি বিলাস বহুল আবাসিক হোটেল। এর সবচেয়ে বিশেষ আকর্ষন হচ্ছে ছাদে থাকবে একটা সুদৃশ্য বাগান। "মেরিনা বে সেন্ডস " হচ্ছে এর মূল নির্মান প্রতিষ্ঠান। এদের নিয়ন্ত্রনে পরিচালিত হচ্ছে আরো দেশ বিদেশী নানা প্রতিষ্ঠান। আর অবাক করা ব্যাপার হচ্ছে বেশীর ভাগ শ্রমিক ই বাংলাদেশী।

দক্ষতার দিক দিয়ে তারা এগিয়ে থাকলেও মজুরির দিক দিয়ে কিন্তু তারা পিছিয়ে। একটা ছোট উদাহরন দেই বোঝার সুবিধার জন্য । রহিম ভাই যে কাজ করে সেই একই কাজ করছে থাই একজন শ্রমিক। কিন্তু পারিশ্রমিক পাচ্ছে বেশী সেই থাই শ্রমিক। কারন সেই দেশের সরকার পক্ষ এমন চুক্তি করেই তার দেশের শ্রমিক কে বাইরের দেশে কাজ করতে পাঠায়।

আর আমার দেশের সরকার.......... যা বলছিলাম , পর্যটকদের কাছে সিংগাপুরকে অন্য আর সব শহর থেকে ভিন্ন চোখে দেখানোর জন্য এই প্রচেষ্টা। জরিপ করে দেখা গেছে ২৭ মিলিয়ন টুরিষ্টের আনাগোনায় ভরে যাবে এই চত্তর ২০১৫ তে। বর্তমানে নির্মানাধিন এই প্রকল্প। পাদটিকা : ছবি টা বোধ হয় পরিস্কার হলো না । নিজ গুনে ক্ষমা করে দেয়ার অনুরোধ রইল।

আরো বিশদ জান্‌তে http://www.marinabaysands.com/thevision.html

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।