আমাদের কথা খুঁজে নিন

   

আল-ওয়াদিয়া বিজনেস টিপস-১ (not 18 but এন্ডা + বাচ্চা + জোয়ান + বুড়া )

বিবাহিত ভাইয়েরা ভাবিদের সাথে নিয়ে ভাল একটি ব্যবসা করতে পারেন, কি মিয়া সুশীলগিরি লাফাইয়া উঠছে আগে পুরোটা পড় । সাধারণত মেয়েদের কিছু জিনিস পত্র আছে যেইগুলো কিনতে তাদের লজ্জাজনক পরিস্থিতির মধ্যে পড়তে হয়, কিছু জিনিস আছে কেনার সময় তাদের সাইজও বলতে হয়, যা তাদের জন্য বলা চরম লজ্জাজনক, আর এই সুযোগ নিয়ে লুল দোকানী বলেই ফেলে আপা সাইজ কত?! তাই এর নিরসনে, ভাবীকে নিয়ে এই সব জিনিসপত্র দিয়ে একটি ই-শপ(অনলাইন শপ) দিয়ে দিতে পারেন, মেয়েরা আরামছে ক্লিক করেই তাদের পছন্দ মত কিছু জিনিস সাইজ মত কিনতে পারবে । সিরিয়াসলি ব্যবসা মন্দ হবে না । আর যদি কেউ এই ব্যবসা স্টার্ট করো তাহলে খবরদ্বার ভাবির সামনে কখনোই এই ই-শপ ব্রাউজ করবে না, ভাবি তোমার কল্পনাকে সন্দেহ করিবে ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।