সব সময় চেষ্টা করি ভালো কিছু করতে। মানুষকে আনন্দ দেওয়াই আমার সাধনা, কষ্ট নয়।
আজকাল ভার্চুয়াল জগতেও নাকি প্রেমের অফার পাওয়া যায়। বিষয়টা শুধু মুখে মুখেই শুনতাম। এক সময় তার বাস্তব প্রমানও পেয়ে গেলাম।
কিভাবে...? একজন ললনার সাথে আমার ফেসবুকীয় কথোপকথনের কিঞ্চিত নমুনা তুলে ধরছি। তখন রমজান মাস। সকালে পিসি ওপেন করে মাত্রই ফেসবুকে লগ ইন করেছি। সাথে সাথেই
ললনাঃ হ্যালো!!
আমিঃ হাই!
ললনাঃ কেমন আছেন আপনি?
আমিঃ ভালো। তুমি?
ললনাঃ ভালো।
রোযা রাখছেন?
১০ মিনিট পর......
আমিঃ ইনশা-আল্লাহ।
ললনাঃ এত সময় লাগে?
আমিঃ কিসের?
ললনাঃ চ্যাট করতে....
আমিঃ অন্য বন্ধুদের সাথে চ্যাট করছিলাম তো...
ললনাঃ আই লাভ ইউ!!
আমিঃ কি?
(মাননীয় বেয়াক্কেল, আমি স্পিকার হয়ে গেলাম...!!!)
ললনাঃ আমি তোমাকে ভালোবাসি।
আমিঃ তাই...কতটুকু?
ললনাঃ নুনের মত। (লবনের কথা বলছে ললনা)
আমিঃ হাহাহাহা... কপি পেস্ট...!!!
ললনাঃ কেনো, ভালো লাগেনি?
আমিঃ নাহ... নূতন কিছু বলো...
ললনাঃ তুমি বলোনা শোনা।
আমিঃ ওরে... কি বল এসব... (আমি তো টাস্কি খায়া গেলাম...!!)
ললনাঃ এটা আমার নাম্বার 01947******
আমিঃ কি হবে?
ললনাঃ তোমার সাথে কথা বলবো।
আমিঃ ০১৭৭৭****** এটা আমার। কথা বললে ফোন দিয়া বলেন। আমার ফোনে খালি ইনকামিং আছে। আউট-গোইং নাই।
৫ মিনিট পর...
আমিঃ ঘুমিয়ে গেলে নাকি...?
ললনাঃ না।
মিসড কল দিলাম। ফোন দিলানা তো।
আমিঃ মিসড কল পাই নাই... আর বললাম না... আউট-গোইং বন্ধ।
ললনা চুপ......!!!
(বিঃ দ্রঃ প্রথমে ভেবেছিলাম ফেইক আইডি। পরে ললনা ফোন দিয়েছিলেন।
বুঝতে পারলাম যে এও সম্ভব। )
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।