আমাদের কথা খুঁজে নিন

   

হলো না লিখা.......।

http://www.paybox.me/r/rihan

তোমায় ঘিরে একটা কবিতা লিখবো বলে কতোবার যে কলম ধরেছি প্রিয়াতমা; হিসেব নেই; বড় তুচ্ছ আমি, তোমার ভালোবাসার প্রতিদান কোনদিনই তো দেয়া হলো না-- এই ভেবে কতদিন যে আমি পংক্তি সাজানোর চেষ্টা করেছি, শুধু একটা কবিতা লিখবো বলে তোমার তরে; কোনদিনই তো বলা হলো না কতটুকু ভালোবাসি তোমায়-- ভেবেছিলাম আমার পংক্তিরাই না হয় তোমায় বলুক আমার ভালোবাসার কথা, আমার হয়ে; ভেবেছিলাম একটা কবিতাই না হয় হয়ে উঠুক অধম , নির্বাক আমার ভালোবাসার অবিনাশী দলিল; কিছুই হয়ে উঠেনি; শুধু দেখেছি পংক্তিরা এলোমেলো হয়ে নির্লজ্জের মতো দাঁড়িয়ে আছে, দেখেছি আমার ভাবনাগুলো-- তৃষ্ণার্ত, দিশেহারা; মরভূমির ক্লান্ত বেদুঈনের মতো; আমি হোঁচট খেয়ে খেয়ে লিখতে চেষ্টা করেছি তবুও, হিসাবী সময়ের চোখ রাঙানোর মাঝেও-- সকাল এসে মিষ্টি হেসে চলে যায়, ক্লান্ত শ্রান্ত বার্তা নিয়ে এসে কিছুক্ষণ বিশ্রামের পর দুপুরও বিদায় নিয়ে চলে যায় আয়েশী ভঙ্গিতে, তারপর রাঙানো দিগন্ত নিয়ে আসে বিকেল, একসময় সেও হারিয়ে যায় নৈঃশব্দের বার্তা নিয়ে আসা মায়াময় সন্ধ্যার অদৃশ্য ছায়ায়, তারপর; তারপর নিশুতি রাত, নিস্তব্ধ প্রহর, তোমার প্রেম; কবিতা আর লিখা হয়ে ওঠে না; আমি জানি না-- তোমার প্রতি আমার ভালোবাসার স্বরূপ একটা কবিতা আমার আদৌ লিখা হবে কিনা, আমি জানি না-- আদৌ আমার পংক্তিরা আমার হয়ে তোমায় প্রবল চিৎকারে বলে উঠবে কিনা--হে প্রিয়তমা, তোমায় ভালোবাসি; কারণ আমি বুঝে গিয়েছি প্রিয়তমা-- আমার পংক্তিরাও বড় বেশী অধম, আমার মতোই-- তোমার সমুদ্র পরিমাণ ভালোবাসার কাছে, বড় অচিন এক ধারায় তোমার ভালোবাসার যে সুর তুমি সেই হ্যামিলিয়নের বাঁশিওয়ালার মতো বাজিয়ে যাও-- তার তালে তালে মোহাবিষ্ট হয়ে পথ ভুলে ভুলে কোথায় যেন দলবল বেঁধে হারিয়ে যায় আমার পংক্তিরাও, তাই আমি ক্ষান্ত দিলাম; আমার পংক্তিরাও না হয় নির্বাক থাকুক, আমার মতোই; প্রিয়তমা, তুমিই না হয় তোমার অপার্থিব শাব্দিক ভালোবাসার সুর দ্যোতণায় মুখরিত থাকো আজীবন; আর আমিই না হয় আমার অক্ষম পংক্তিমালা নিয়ে, নির্বাক পেঁচার মতো গভীর কৌতূহলী চোখে-- তোমার ভালোবাসার সেই সুর লহমা কান পেতে শুনি অনন্তকাল।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।