রাজনীতি ও অর্থনীতি এই দুই সাপ পরস্পর পরস্পরকে লেজের দিক থেকে অনবরত খেয়ে যাচ্ছে
সেরা ছবির তালিকা করা সহজ না। সবারই ব্যক্তিগত তালিকা আছে এবং কারো সাথেই কারো মিলবে না। আর তালিকাও প্রতিনিয়ত পাল্টায়।
আমেরিকান ফিল্ম ইন্সটিউট মাত্রই বিষয়ভিত্তিক ১০ টি সেরা ছবির তালিকা প্রকাশ করেছে। ১০টি বিষয়ে ১০টি সেরা ছবি।
তালিকা মিলিয়ে নেই এবং দেখা না থাকলে দেখেও নিতে পারি।
সেরা এনিমেশন
১. স্নো হোয়াইট অ্যান্ড দ্য সেভেন ডোয়ার্ফস। ২. পিনোকিও। ৩. বাম্বি। ৪. দি লায়ন কিং।
৫. ফ্যান্টাসিয়া। ৬. টয় স্টোরি। ৭. দি বিউটি অ্যান্ড দি বিস্ট। ৮. শ্রেক। ৯. সিন্ডারেলা এবং ১০. ফাইন্ডিং নিমো।
আমার তালিকায় ফাইন্ডিং নিমো তুলনাহীন। ফ্যান্টাসিয়া ছাড়া সবই দেখা।
সেরা ফ্যান্টাসি
১.দি উইজার্ড অব ওজ। ২. দি লর্ড অব দ্য রিংগস: ফেলোশিপ অব দ্য রিংগস। ৩. ইটস এ ওয়ান্ডারফুল লাইফ।
৪. কিং কং (পুরানোটা)। ৫. মিরাক্যল অন থার্টিফোর্থ ষ্ট্রীট। ৬. ফিল্ড অব ড্রিমস। ৭. হার্ভে। ৮. গ্রাউন্ডহগ ডে।
৯. দি থিফ অব বাগদাদ ও ১০. বিগ
দি লর্ড অব দি রিংগস ছবিটাকে কেন জানি আমার সহ্য হলো না।
সেরা গ্যাংস্টার
১. দি গড ফাদার। ২. গুডফেলাস। ৩. গডফাদার (২য় পর্ব)। ৪. হোয়াইট হিট।
৫. বনি অ্যান্ড কাইড। ৬. স্ক্যারফেস (১৯৩২ সালে মুক্তি পাওয়া)। ৭. পাল্প ফিকশন। ৮. দি পাবলিক এনিমি। ৯. লিটন সিজার।
১০. স্ক্যারফেস (আল পাচিনো)।
গড ফাদার বা গুডফেলাস তো আছেই। পাল্প ফিকশন এখনো চোখে লেগে আছে।
সেরা স্পোর্টস
১. রেগিং বুল। ২. রকি।
৩. দি প্রাইড অব ইয়াঙ্কিস। ৪. হোসিয়ার্স। ৫. বুল ডারহাম। ৬. দি হাসলার। ৭. কেডিশ্যাক।
৮. ব্রেকিং এওয়ে। ৯. ন্যাশনাল ভেলভেট।
রেগিং বুলকে কি খালি স্পোর্টস মুভি বলা যায়? স্করসিজকে এই ছবিতে সেরা পরিচালকের অস্কার না দেওয়ার লজ্জা তাদের কোনোদিনও যাবে না।
সেরা রোমান্টিক কমেডি
১. সিটি লাইটস। ২. এনি হল।
৩. ইট হ্যাপেন্ড ওয়ান নাইট। ৪. রোমান হলিডে। ৫. দি ফিলাডেলফিয়া স্টোরি। ৬. হোয়েন হ্যারি মেট শ্যালি। ৭. এডামস রিব।
৮. মুনস্ট্রাক। ৯. হ্যারল্ড অ্যান্ড মউড এবং ১০. স্লিপলেস ইন সিয়াটল।
তালিকার বেশিরভাগই মেলে। হ্যারল্ড নামের এই ছবির তো আগে নামই শুনি নাই।
সেরা রহস্য
১।
ভার্টিগো। ২. চায়নাটাউন। ৩. রিয়ার উইন্ডে। ৪. লরা। ৫. দি থার্ড ম্যান।
৬. দি মলটেজ ফ্যালকন। ৭. নর্থ বাই নর্থওয়েস্ট। ৮. ব্ল– ভেলবেট। ৯. ডায়াল এম ফর মার্ডার এবং ১০. দি ইউজুয়াল সাসপেক্টস।
রহস্য মানেই হিচকক।
সবসময়ের পছন্দ।
সেরা কোর্টরুম ড্রামা
১। টু কিল এ মকিংবার্ড। ২. ১২ অ্যাংগরি ম্যান। ৩. ক্রামার ভার্সেস ক্রামার।
৪. দি ভার্ডিক্ট। ৫. এ ফিউ গুড ম্যান। ৬. উইটনেস ফর দি প্রোসেকিউশন। ৭. এনাটমি অফ এ মার্ডার। ৮. ইন কোল্ড ব্লাড।
৯. এ ক্রাই ইন দি ডার্ক এবং ১০. ডাজমেন্ট অ্যাট নুরেমবার্গ।
জাজমেন্ট অ্যাট নুরেমবার্গ আমার অল টাইম ফেভারেট। ক্রামার ভার্সেসও তাই। টু কিল এ মকিংবার্ড কেন জানি ভালো লাগে নাই।
সেরা এপিক
১।
লরেন্স অব আরাবিয়া। ২. বেন-হার। ৩. সিন্ডার্স লিস্ট। ৪. গন উইথ দ্য উইন্ড। ৫. স্পার্টার্কাস।
৬. টাইটানিক। ৭. অল কোয়াইট অন দি ওয়েষ্টার্ণ ফ্রন্ট। ৮. সেভিং প্রাইভেট রায়ান। ৯. রেডস এবং ১০. দি টেন কমান্ডামেন্টস।
টাইটানিক কেমনে ঢুকলো এপিক হিসাবে?
সেরা ওয়েষ্টার্ন
১।
দি সার্চার্স। ২. হাইনুন। ৩. শেইন। ৪. আনফরগিভেন। ৫. রেড রাইভার।
৬. দি ওয়াইল্ড বাঞ্চ। ৭. বুচ ক্যাসিডি অ্যান্ড সানডাঞ্চ কিড। ৮. ম্যাককাবে অ্যান্ড মিসেস মিলার। ৯. স্টেজকোচ এবং ১০. ক্যাট বালাউ।
ওয়েস্টার্ণে এখন আর মজা পাই না।
সেরা কল্পবিজ্ঞান
১. ২০০১: এ স্পেস ওডেসি। ২. স্টার ওয়ার্স। ৩. ই.টি.। ৪. এ ককওয়ার্ক অরেঞ্জ। ৫. দি ডে দি আর্থ স্টুড স্টিল।
৬. ব্লেড রানার। ৭. এলিয়েন। ৮. টার্মিনেটোর-২। ৯. ইনভেশন অব দি বডি øাচার্স এবং ১০. ব্যাক টু দি ফিউচার।
সাই-ফাই মজা নাই।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।