মানুষের জীবন খুবই বিবর্ণ থাকে মাঝে মাঝে। আসলে একে বিবর্ণ বলাটা বোধ হয় ঠিক না। এটাও একটা রং। হয়তো নিকষ কালো কিংবা ধূসর !
শ্যাওলা ধরা মনে
বাসা বাঁধে অভিমানের দল।
কষ্টগুলো জমাট বেঁধে
শক্ত হুয় কংক্রিটের মতো।
নাগরিক গতিময় এ শহরে
কে রাখে কার খোঁজ?
কে বাঁচে কে মরে
নাও কি তার খোঁজ?
সভ্য এ নগরীতে হিপোক্রেটদের
প্রয়োজনীয়তাই বুঝি বড্ড বেশি !
সত্যির কোন ঠাই নেই এখানে।
সত্যি বলতে চাও?
তুমি তো দেখি সভ্য নগরীর
অসভ্য নাগরিক !
যান্ত্রিকতা ছাড়া তুমি এখানে কি করো?
আবেগের ফেরিওয়ালা নাকি তুমি?
তুমি তো আসলেই অনেক পুরনো।
তোমার এখানে কাজ কি?
তোমার অবস্থান হওয়া উচিত
ওই জীর্ণ মিউজিয়াম !
-একজন আরমান
০২: ২৩: ২৭
১৫/০৮/২০১৩
সাইট লিংক
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।