কৈশর,শৈশব সবকিছু পেরিয়ে আমাদের জীবনের অবশেষ যতটুকু থাকে তা হলো ভালোলাগা। আর সেই ভালোলাগা কতটুকু বিপন্ন অবস্হায় চলে গিয়েছে। সেইসব নস্টালজিয়ায় ভরপুর রয়ে গেছে কিছু সুর। সেটা হলো হায় ভালোবাসি-মহীনের ঘোড়াগুলি। সেই গানটির কর্ডিং করে দিলাম,যদি কোন গিটারিস্টের তা একটুও উপকারে লাগে তবে ভালো লাগবে।
অবশ্য এ গানটি তুলতে গেলে গিটার ছাড়াও অন্যান্য ইন্সট্রুমেন্টে(কি-বোর্ড,বেস) সমান কাজে দিবে।
A
ভালোবাসি জোৎস্নায় কাশবনে ছুটতে
C#m
ছায়াঘেরা মেঠোপথে ভালোবাসি হাটতে
D..................F#.................
দূর পাহাড়ের গায়ে গোধূলির আলো মেখে
Bm
কাছে ডাকে ধানক্ষেত সবুজ দিগন্তে
D.................E7th........
তবুও কিছুই যেন, ভালো যে লাগে না কেন
A..................F#m.............
উদাসী পথের মাঝে মন পড়ে থাকে যেন
Bm.................E7th.........A
কোথায় রয়েছে ভাবি লুকিয়ে বিষাদ তবুও।
A
ভালো লাগে ডিঙি নৌকায় চড়ে ভাসতে
C#m
প্রজাপতি বুনোহাঁস ভালো লাগে দেখতে
D....................F#....
জানালার কোনে বসে উদাসী বিকেল দেখে
Bm...............................
ভালোবাসি একমনে কবিতা পড়তে
D.................E7th.................
তবুও কিছুই যেন, ভালো যে লাগে না কেন
A..................F#m.............
উদাসী পথের মাঝে মন পড়ে থাকে যেন
Bm.................E7th.........A
কোথায় রয়েছে ভাবি লুকিয়ে বিষাদ তবুও।
A..........C#m..............Bm
যখন দেখি ওরা কাজ করে গ্রামে বন্দরে
D..........Bm..E7th......A........
শুধুই ফসল ফলায় ঘাম ঝরায় মাঠে প্রান্তরে
A...........C#m..................Bm
তখন ভালো লাগে না, লাগে না কোন কিছুই
D...........Bm.......E7th.......A......
সুদিন কাছে এসো ভালোবাসি একসাথে সব কিছুই।
A
ভালোবাসি পিকাসো,বুনুয়েল,দান্তে
C#m
বিটলস,ডিলান আর বিটোভেন শুনতে
D...............F#..............
রবি শঙ্কর আর আলী আকবর শুনে
Bm
ভালোবাসি ভোরে কুয়াশায় ঘরে ফিরতে
D.................E7th................
তবুও কিছুই যেন, ভালো যে লাগে না কেন
A..................F#m...........
উদাসী পথের মাঝে মন পড়ে থাকে যেন
Bm..................E7th........A
কোথায় রয়েছে ভাবি লুকিয়ে বিষাদ তবুও।
A..........C#m..............Bm
যখন দেখি ওরা কাজ করে গ্রামে বন্দরে
D..........Bm..E7th......A........
শুধুই ফসল ফলায় ঘাম ঝরায় মাঠে প্রান্তরে
A...........C#m..................Bm
তখন ভালো লাগে না, লাগে না কোন কিছুই
D...........Bm.......E7th.......A......
সুদিন কাছে এসো ভালোবাসি একসাথে সব কিছুই।
গানটি শুনতে এখানে ক্লিক করুন
(গানটির রিদম=চার মাত্রা বা ফোর বিটে করা)
ছোট হাতের m মানে মাইনর কর্ড যেমন Bm।
শুধু ক্যাপিটাল লেটারে লেখা যে গুলো সেগুলো মেজর কর্ড,যেমন A মানে A মেজর কর্ড
.E7th...মানে হলো ডমিন্যান্ট সেভেন্থ কর্ড,
লিরিকস স্বাক্ষর শতাব্দ-এর ব্লগ থেকে নেয়া,এজন্য তাকে ধন্যবাদ জানাই।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।