আমাদের কথা খুঁজে নিন

   

ছোট ছোট বালু কণা, বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগর অতল (আসুন যার যার সামর্থ্য অনুযায়ী দুঃখী, অসুস্থ মানুষগুলোর পাশে দাঁড়াই)

ভালবাসি প্রাণ প্রিয় মা ও জন্মভূমিকে

ছোট ছোট বালু কণা, বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগর অতল (আসুন যার যার সামর্থ্য অনুযায়ী দুঃখী, অসুস্থ মানুষগুলোর পাশে দাঁড়াই) এ প্রসঙ্গে আমার এক টিচারের কথা খুব মনে পড়তেছে। তিনি একদিন কথা প্রসঙ্গে ক্লাসে আমাদের বলল, দেখ আমি ফকিরদের ভিক্ষা দেই না। কথাটা শুনে স্যারকে একজন হৃদয়হীনা ও কৃপণ মানুষ মনে হল। এর কারণ জিজ্ঞেস করার সুপ্ত ইচ্ছাও আর জাগ্রত হল না। স্যার নিজেই এর উত্তর দিল, "আমি এ কারণে দিই না যে, আমার দু টাকা দশ টাকা দিয়ে তার গরীবি দূর হবে না।

সে প্রতিদিনই ভিক্ষা করবে। এর থেকে ভাল একসাথে কিছু টাকা দিয়ে দেওয়া যেন তাকে আর ভিক্ষা করতে না হয়। আমি যখন পারি তখন তার যেন ভিক্ষা না করতে হয় সে ব্যবস্থা করে দিই। " সেও স্বাবলম্বি হয়ে গেল। তার আর ভিক্ষা করতে হবে না।

এ থেকে একটি চায়না (মনে হয়) প্রবাদ মনে পড়ে গেল- কেউ যদি তোমার কাছে মাছ খেতে চায়, তুমি তাকে একদিন না খাইয়ে, কিভাবে মাছ ধরে খেতে হয় পদ্ধতিটা শিখিয়ে দাও, তাহলে সে প্রতিদিনি মাছ খেতে পারবে। স্যারের কৌশলটা আমার পছন্দ হয়েছে। খুবই পছন্দ হয়েছে। আহারে আমরা সবাই যদি এমন হতাম। তাহলে সমাজে কোন দুঃখ কষ্ট থাকত না।

গরীব মানুষগুলো আর গরীব থাকত না। কিন্তু আমরা তা না করে গরীবকে আরও গরীব করে রাখতেছি। এছাড়াও কিছু কিছু রোগ শোক বা অসুখ আছে যা তার একার পক্ষে ব্যয়ভার করা সম্ভব না। তখন আমাদের সকলের উচিত যার যার সামর্থ্য অনুযায়ী এ লোকগুলোকে সহায়তা করা। মনে রাখতে হবে - ছোট ছোট বালু কণা বিন্দু বিন্দু জল, গড়ে তোলে মহাদেশ সাগর অতল।

আসুন আমরা যার সামর্থ্য অনুযায়ী আমরা মানবতার জন্য কাজ করি। অর্থ দিয়ে না হলেও শ্রম, পরামর্শ দিয়ে এ জাতীয় মানবিক কাজগুলো করতে পারেন। আপনার পক্ষে যতটুকু সম্ভব ততটুকু সুযোগ কাজ লাগান। আমার আপনার সহযোগিতায়ই সব রোগ শোক, কষ্টকে আমরা জয় করব। আপনার একটু ছোঁয়া হয়ত বিশাল কিছুই হয়ে যেতে পারে।

এ কাজে আপনার নাম প্রকাশ হউক না হউক। মনে রাখবেন আপনি মানবতার জন্য কাজ করছেন। এর চেয়ে শান্তি কি আর হতে পারে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।