ইতিবাচক
তোমাকে।
আনমনা কোন ঝুঝুরে পাতাকে
নাড়িয়ে দিয়ে হঠাৎ-সঠাৎ
এলোমেলো বইছে বাতাস
তোমার পদধ্বণি শুনবে বলে।
দীর্ঘ আর নিঝুম রজনী
ভির করে আসা ধুসর স্বপ্নগুলি
শ্রান্ত-ঠায় বসে আছে
তোমাকে মুর্ত করে তুলবে বলে।
শেষ রাতের আবছা আলো-আধারির পর্দা ঠেলে
উকি দেয়া সুহাসিনি প্রথম ভোর
কোমল-লাল থেকে রোদ হচ্ছে ক্রমশ
চুল বেয়ে গাল-অঙ্গে তোমার নামবে বলে।
সন্ধ্যাশেষের শুভ্র-শাদা রাজকন্যে সব
হাস্নাহেনা, বেলী আর কলমীর ঝার বেয়ে
উন্মাতাল আভাস উড়ে বেড়াচ্ছে হেথা হোথা
তোমাকে ছুইয়ে আসবে বলে।
আর
এখানে বসে আছি
কলম নিয়ে নিয়ে উদাস আমি
একে যাচ্ছি কিছু ছবি -হারানো ব্যথার
তোমাকে আমার কোলে বসাব বলে।
তুমি।
একটি মায়ের নাড়িছেড়া যাদু
বড় বোনটির গলায় ঠেকে আসা অব্যক্ত ব্যাথা
ছোট্ট ভাইটির হারিয়ে যাওয়া খেলার সাথি
আর বাবার চোখ বেয়ে নেমে আসা নি:শব্দ অসহায়তা।
তুমি ইসরাইলী উজির ছুড়ে দেয়া গুলির মুখে
পাথর হাতে হাসতে থাকা রূদ্রকঠিন
ফিলিস্তিনী বালক !
তুমি ইন্তিফাদার আরো একটি উপহার !
মানবতার লড়াইয়ের প্রথম এবং শেষ
শহীদ !
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।