বাংলাদেশ ব্লগারস এসোসিয়েশন সদস্য নং: ১০ । facebook.com/milton3d
আজ সকালে সামহোয়ার খুলে আমার ব্লগে যাওয়ার আগেই দেখছিলাম গতকালের পর কি কি পোষ্ট পড়লো। ৫/৬ টি পোষ্ট নিচে যেতেই আমার চোখ চড়কগাছে উঠলো। কেন উঠলো?
কারণ আমার ব্লগটি হ্যাক হয়েছে। শুধু তাইই নয় আমার ব্লগ থেকে হ্যাকার ভদ্রলোক একটা পোষ্ট দিয়েছেন, তিনি বলেছেন, আমিই নাকি ওনার ব্লগ হ্যাক করেছি এবং উনার ইমেইল আই ডিও হ্যাক করেছি।
বড়ই আশ্চর্য কথা। আমি এই সামহোয়ার ইনের সাথে আছি প্রায় ২ বছরের বেশী হবে। কিন্তু এখনও আমার নামের কাছাকাছি কাউকেই দেখিনি। মাঝখানে অবশ্যও বেশ কিছুদিন এই নিকে ঢোকা হয়নি। আর এখানেই ঘটেছে বিপত্তি।
সেই ভদ্রলোক আমার এই না ঢোকার সুযোগ নিয়ে আমার ব্লগে ঢুকে আমার সব পোষ্ট গুলি মুছে দিয়েছেন এবং পার্সওয়ার্ড চেইঞ্জ করেছেন। এটা প্রায় ২, আড়াই মাস আগের কথা। তারপর যথাযথ নিয়মে আমি আমার পার্সওয়ার্ড উদ্ধার করি এবং নিয়মিত ব্লগিং করি। আপনারা সবাই সেটা জানেন।
আমি গতরাতে প্রায় আড়াইটা পর্যন্ত ব্লগে ছিলাম।
বিভিন্ন কমেন্ট করেছি। সেটা আপনারা অনেকেই জানেন। সকালে এসে দেখি এই এলাহী কান্ড। আমি সাথে সাথে আমার কয়েকজন ব্লগ বন্ধুদের ব্যাপারটা জানাই। তাহলে কাজটা কে করলো? আমি যথারীতি নিয়ম অনুসরন করে আবারো পার্সওয়ার্ডটি পুনোরুদ্ধার করি।
এ ব্যাপারে আরো অনেক কথা আছে সেটা না হয় নাই বললাম।
উনি আমার ব্লগ থেকে একটা পোষ্টও দিয়েছেন। সেখানে আমাকে একজন হ্যাকার বলেছেন। প্রত্যেকটি মানুষের একটা সতন্ত্র বৈশিষ্ট্য থাকে, আমি সবসময় আমার নাম লিখি "মিলটন" কিন্তু উনি আমার নাম লিখেছেন "মিল্টন"। সে যে ব্লগটি লিখেছেন আমার ব্লগ থেকে সেটা দেখতে চাইলে এই পোষ্টে আগের আগের পোষ্টটা দেখেন।
সব বুঝতে পারবেন। আমি আমার পোষ্ট বেশী বড় করছি না। আপনার নিজেরাই সেই পোষ্টে গিয়ে দেখে আসুন। আপনাদের দেখার জন্যই আমি পোষ্টটি মুছিনি। আপনাদের সবাইকে রিকোয়েষ্ট করছি, আপনারা আপনাদের পার্সওয়ার্ড রিসেট করুন (যদিও এটা আপনাদের ব্যাপার)।
এখানে আপনাদের কনফিউশান ভাঙ্গানোর জন্য আমি আমার প্রোফাইল ছবিটি চেইঞ্জ করলাম। কারণ আপনারা হয়ত মনে করতে পারেন, সেই হ্যাকারই পোষ্ট দিচ্ছে।
সত্যিই আমি অভিভূত এবং বিস্মিত।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।