http://www.paybox.me/r/rihan
তবে, যা হয়েছে যাক;
শাণ বাঁধানো পুকুর ঘাটে,
সজনে লতার ছন্দ প্যাঁচে,
বিকেল বেলার বৌচি খেলায়,
সাঁঝরে বেলার আঁধার মায়ায়ই
না হয় তোমার স্মৃতিরা থাক;
শিশির ভেজা দুর্বা ঘাসে,
শাপলা ভাসা দীঘির জলে,
যদি আর নাইবা পড়ে তোমার চরণ,
যদি আর নাইবা পড়ে বকুল-তলে,
তবে, যা হয়েছে যাক;
না হয় এদের কোলেই শূণ্য লোকে,
সকাল বিকাল দুপুর সাঁঝে,
বইয়ে চলা দুঃখ হাওয়ায়,
তোমার স্মৃতিরই অচিন ছায়ায়
না হয় মোদের নীল ভালোবাসাটা থাক;
যদি বরষা রাতে ঘরের চালে
প্রবল বেগে বৃষ্টি ঝরে,
যদি জ্যোৎস্না রাতে ফাল্গুধারায়
চাঁদটা চুইয়ে জ্যোৎস্না ঝরে,
তবে নিঃস্ব আমি ধরেই নেবো,
এদের মাঝেই লুকিয়ে কোথাও
সংগোপনে আমায় ডাকে
সেই সে তোমার অবুঝ প্রেমের ডাক;
তবে, যা হয়েছে যাক।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।