আমাদের কথা খুঁজে নিন

   

ঘর ও বারান্দা



ঘর ও বারান্দা বারান্দা, তা সে ঘরের সাথে যতই লাগোয়া হোক তবুও তা ঘর নয়; এই যেমন- বাদল ঋতুর প্রেমে যতই নিমগ্ন হোক হিজলের চোখ তবুও তাদের নেই যথার্থ বন্ধন; উষা আর ভোরের মাঝে ব্যাবধান নেই, অথচ তাদের ভেতর টানা আছে ঘর ও বারান্দার সূক্ষ সীমা; চোখে চোখে পরস্পরের কী নিবিড় প্রণয়,কিন্তু চোখ তো জানে আমাদের মাঝে ঘর ও বারান্দার ফারাক!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।