আল বিদা
(আজ একটি পোস্ট পড়ে ঐকথা মনে হল। )
তখন আমার উদ্দিপ্ত যৌবন। সবকিছুতেই উল্লাস। যদিও মাত্র স্কুল পার হয়েছি। তবুও নিজেকে অনেক বড় ভাবতাম।
হালিশহরে আমাদের একটি ক্লাব হল। বেশ বড় পরিসরে। আমি ক্লাস ক্যাপ্টেন ইলেকটেড হতেই ভয় পেতাম। কিন্তু কিভাবে যেন এই ক্লাবের কিছু একটা হয়ে গেলাম। আর তাতেই আমার কাল হল।
নিজেকে সাংসদ ভাবা শুরু করলাম।
ঐবছরের ২১ ফেব্রুয়ারী এল। আমরা কেউ কেউ উদ্যোগ নিলাম ক্লাবের পক্ষ থেকে শহিদ মিনারে ফুল নিয়ে যেতে চাইলাম। ক্লাবের অনেকেই বিরোধিতা করল। শেষে আমরাও আর কুলিয়ে উঠতে পারি নাই।
শহিদ মিনারে না যাওয়ার পিছনে কারন ছিল 'মুরব্বী'রা রাগ হবে। এইটা নাকি পূজার সামিল।
আমার দেশপ্রেম হয়ত কম। এমনিতেই আমি শহিদ মিনারে যাইনা। তবুও এতজন তরুন মিলে মুরব্বীদের ভয়ে সেদিন যে যেতে পারিনি তা আজও কষ্ট দেয়।
এখানে দেশপ্রেমের চেয়ে অহেতুক ভয়ভীতি আমাকে ভাবিয়ে তোলে। আমি আমার ঐ ব্যর্থতা আজও মানতে পারিনি। ধিক্কার দেই নিজেকে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।