আমাদের কথা খুঁজে নিন

   

প্রথম পাঠ: খেলারাম খেলে যা



সৈয়দ হক-এর এই বইটা নিয়ে আলোচনা কম হয়নি। খেলারাম বাবর-এর একমাত্র ধ্যান-জ্ঞান 'খেলে যাওয়া'। মেয়েদের বিশ্বাস উৎপাদন করে শয্যায় নেওয়া। এই বিশ্বাস কেবল অল্প বয়স্কদের মনেই সে উৎপাদনের চেষ্টা করে না- বয়স্কা, বিবাহিতারাও বাদ যায় না। ভালোবাসা তার কাছে 'কাঁঠাল' এমন কি যা-খুশি-তাই।

পিছুটান আছে তার। তা একমাত্র তার ছোট বোনের কাছে। হাসনু-কে ছোটবেলায় সে বাঁচাতে পারেনি বা বলা যায় চেষ্টাই করে নি দাঙ্গার হাত থেকে বাঁচাতে। মৃত বোন হাসনু বারবার ফিরে আসে বাবরের চিন্তায়। তার হাত থেকে বাঁচতে 'খেলে যায়' বাবর।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।