যুদ্ধাপরাধীদের বিচার চাই । কাদঁতে আসিনি ফাসিঁ দাবী নিয়ে এসেছি ।
শ্বাশ্বতের জন্য যে টি-শার্ট টি করা হয়েছে তার মাঝে লাল রঙে পুরো বুক জুড়ে অসঙখ্যবার লেখা হাত বাড়িয়ে দাও । আর ডিজাইনের নিচে ছোট্ট করে লাল রঙে লেখা....
আমরা হাতে হাত ধরে
একটু একটু করে
আনবো ছিনিয়ে তুমুল বিজয়....
হ্যা... অবশ্যই শ্বাশ্বতকে আমরা সুস্থ করে তুলে বিজয়ী হবো । একটু একটু করেই আসবে সেই বিজয় ।
গতকাল উঠেছে সতের হাজার টাকার মতন আর আজ বোধহয় সাতহাজারের কিছু বেশী । এর বাইরে বিভিন্নভাবে অর্থ সংগৃহীত হচ্ছে । এই ছোট ছোট অংকগুরোই আমাদের নিয়ে যাবে ষোল লক্ষের ঘরে.....
এইসব হিসেবের মাঝে এখনও টি-শার্টের হিসেব আসেনি । আজকে পর্যন্ত বসুন্ধরায় টি-শার্ট বিক্রি হয়েছে ২০ টি । কিংবদন্তী
শাহবাগ আজিজ সুপার মার্কেট থেকে বিক্রি হয়েছে আজকে পর্যন্ত (বৃহস্পতিবার সন্ধ্যে ৭টা থেকে ৮ টা আর আজ শনিবার) মোট ১৩টি ।
অর্থাৎ এ পর্যন্ত আমরা বিক্রি করেছি মোট ৩৩ টি টি-শার্ট ।
দুজন ব্লগার (নাম প্রকাশের অনুমতি নেইনি বলে বলছি না ) অর্ডার করেছেন ২৫টি এবং ৩০ টি । মোট ৫৫টি টি-শার্ট । আশা করছি আগামীকাল অর্ডার গুলো পৌছেঁ যাবে ।
তার মানে দাড়াচ্ছে আমাদের টি-শার্ট ধরা যায় এর প্রথম মুদ্রণ শেষের দিকে ।
আমাদের ২য় মুদ্রণে যেতে হবে ।
২য় নয় আমি বার বার ছাপাতে চাই যতোক্ষণ পর্যন্ত না শ্বাশ্বত এর জন্য প্রয়োজনীয় অর্থের সংস্থান না হয় ।
আপনাদের সহযোগিতা একান্ত প্রয়োজন ।
নিজে টি-শার্ট কিনুন এবং বন্ধুকে বলুন । আর আজিজ এ ২য় তলায় ১২৭ নং দোকানকিংবদন্তী
তে পাওয়া যাচ্ছে শ্বাশ্বত এর জন্য টি-শার্টটি ।
এই দুঃসময়ে বন্ধু হিসেবে আপনাকেই পাশে চাই ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।