বাংলাদেশ ব্লগারস এসোসিয়েশন সদস্য নং: ১০ । facebook.com/milton3d
আপনারা সবাই জানেন, আমরা কয়েকজন গতকাল দাঁড়িয়েছিলাম বসুন্ধরা সিটি কমপ্লেক্সে। দাঁড়িয়েছিলাম শাশ্বতর জন্য। আমি জোড় গলায় বলবো আমরা সফলতা পেয়েছি। আর সফলতার কারণ ছিল সবার সতঃস্ফুর্ত অংশগ্রহন।
আমরা বিশ্বাস করি আমাদের জিততেই হবে শাশ্বতর জন্য। কারণ সত্যি কথা বলতে কি ছেলেটা আমাদের দিকে তাকিয়ে আছে। ও সব কিছু জানে, আমরা ওর জন্য চেষ্টা করছি।
যাক সে সব কথা, আজ আমরা ওখানে যাবো বেলা ১ টার দিকে। আর সকল প্রস্তুতি গ্রহন করে দাঁড়াবো বেলা ২টা থেকে।
সবাইকে আহব্বান জানাবো শাশ্বতর জন্য সাহায্য করতে। এগিয়ে আসতে। অবশ্যই মানুষ তাতে সাড়া দিবে।
আমরা গতকাল কালেকশন করেছি সতেরো হাজার টাকা। আর মোট ১৩ টা গেঞ্জি বিক্রি হয়েছে।
বিক্রি থেকে শাশ্বতর অংশ সতেরো হাজার টাকার মধ্যে নেই। ওটা আলাদা। আর আপনারা যারা আমাদের গায়ে টি-শার্ট গুলো দেখেছেন সেটা আমরা আগেই কিনেছি সবাই ২০০ টাকা করে।
যদিও আজকে অফিসিয়াল ডে, সেহেতু যাদের অফিস আছে তারা অফিস শেষ করে যাবেন। যেমন আমি, অফিস করে তারপর যাবো।
আর যারা আজ ফ্রি আছেন তারা সময়মত চলে যাবেন ওখানে আশা করছি। আপনাদের সরব উপস্থিতি একান্ত কাম্য।
পরিশেষে বসুন্ধরা সিটি কমপ্লেক্স কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি আর এই কাজে সহযোগীতা করার জন্য আমাদের অনেক হেল্প করেছেন ব্লগার বন্ধু মিসকল। তাকেও শ্রদ্ধা জানাই।
গতকাল বসুন্ধরায় দাঁড়ানোর ফলাফল নিয়ে একটি পোষ্ট (নীচে ক্লিক করুন)
Click This Link
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।