আমাদের কথা খুঁজে নিন

   

নষ্টালজিয়া-২



এভাবে ক্রঃমশ ডুবে যেতে যেতে, বয়সী ঘুম ভেঙে- কোনো এক স্বপ্নের বেড়ী বাঁধ গড়ি। অতঃপর চন্দ্রফোঁটা কোনো স্বপ্নীল মুহূর্তের জন্য স্মৃতিময় নিপীড়নের হাত থেকে ছুটে পালাই। এইসব কোলাহলে , আমাদের মুখগুলো সব মেঘের কার্ণিশ জুড়ে ভেসে চলে যায়। আর তক্ষুনি , পিছু ফিরে দেখি- যাপিত জীবন তার অতীত ফাল্গুনী প্রভা ছড়াতে ছড়াতে কেমন বিষময় হয়ে ওঠে! তবুও, তন্দ্রার ভেতর স্বপ্ন খুঁড়ে খুঁড়ে জীবনের সোঁদা গন্ধ ভরা মাটিতে মৃতুহীন স্বপ্নের কলস জল ভরে ভরে সম্ভার সাজাই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।