হঠাৎ-ই সব সমস্যার সমাধান হয়ে যাচ্ছে- ব্যাপারটা ঠিক বোধগম্য হচ্ছে না। আফাকে নিঃশর্ত মুক্তি দেওয়া হলো, আফাও হাসতে হাসতে বিদেশ পাড়ি দিলেন, কোন টু শব্দও করলেন না- না ঠিক মনে ধরলো না। আফা কিছু মুড়মুড়ে কুড়কুড়ে বক্তব্য না দিয়েই বিদেশ রওয়ানা হলেন- এটা কি ঠিক হলো? আপনারাই বলেন?
ওদিকে শুনছি ম্যাডাম এবং তার গুনধর সন্তানদেরও নাকি একটা সুযোগ দেওয়া হবে। সবাই কি ইমাম সাহেবকে সামনে রেখে তওবা কাটলো নাকি? তওবা করলেও কি ওদের আর বিশ্বাস করা যায়? হয়তো যায়, কেননা স্মৃতিভ্রষ্ট এই জাতি কিছুই মনে রাখে না নতুবা ক্ষমা করতে আমাদের জুড়ি নাই। আমার এক বন্ধুবর প্রায়ই রম্য করে বলে "আর একটা মাইরা দেখ?............" মনে হয় আমরাও শেষ পর্যন্ত এই কথাই বলব; "আর একটা.......................................।"
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।