আমাদের কথা খুঁজে নিন

   

চলো যাই বসুন্ধরা, শাশ্বতের রুখবো জরা!

যখন বিকাল হতে থাকে, হতে হতে সূর্যটা ঢলে পড়ে, পড়তে থাকে

আমার প্রথম আয়ের টাকায় আমি পেট পুড়ে মিষ্টি খেয়েছিলাম। এমন নয় যে মিষ্টি খাওয়াবার সামর্থ্য আমার বাবার ছিল না, কিন্তু এক কুড়ি মিষ্টি খাওয়ার বায়না কেমন নিজের কাছেই দৃষ্টিকটু মনে হতো। তখন থেকেই মাথার মধ্যে ঢুকে ছিল, প্রথম আয়ে ইচ্ছেমত মিষ্টি খাব। প্রথম টিউশন ফি আড়াইহাজার টাকা। প্রাইভেট পড়িয়ে।

সোজা ঢুকলাম মিষ্টির দোকানে। আমার ধারণা ছিল আমি বোধহয় বিশ-পচিশটা মিষ্টি অনায়েসেই খেয়ে ফেলতে পারবো। কিন্তু চারটা কি পাঁচটা হবে, খেয়েই দেখি পেটের দরজা বন্ধ। নিজের মিষ্টি প্রীতির এমন ভয়াবহ পরিনতি দেখে আমি যারপরনাই অবাক। বেশী মিষ্টি সেই থেকে আমি খাই না বটে, তবে পরিমাণটা বুঝে গেছি, মিষ্টতা এই পরিমাণের সাথে জড়িত, মিষ্টির মিষ্টতায় নয়।

বহুদিন পরে মনে হলো, জীবনের মিষ্টতা এই জীবনের ঘাত-প্রতিঘাতগুলো অতিক্রমেই, নিষ্কন্ঠক জীবনের মিষ্টতা কি? শাশ্বতের জন্য টান বোধ করি, শাশ্বত নিজেকে চিনতে শিখিয়েছে। শুনেছি শাশ্বতের জন্য সু-শান্ত সহ আরো অনেক প্রবাসী ব্লগাররা উদাত্ত হাতে এগিয়ে এসেছে। আমার ব্লগে শাশ্বতের জন্য সার্বক্ষণিক একটা পোস্ট স্টিকি থাকছে। এই সব মানুষদের প্রতি শ্রদ্ধা রইলো। একটা প্রতিযোগীতার মত মনে করে দেশের ব্লগাররাও মাঠে নেমে পড়েছে, তারা প্রমাণ করতে চাইছে দেশ থেকেও তারা অনেক অর্থ সংগ্রহ করতে সক্ষম।

ঢাকার রোবোটিক ও তুমুল প্রফেশনাল জীবনের মধ্য থেকে প্রত্যুৎপন্নমতিত্ব, মেজবাহ য়াযাদ, ক্যামেরামান, নেমেসিস, রাসেল ......., রাহা, মিলটন, দীপু, বৃত্তবন্দী, অদ্ভুত আঁধার এক, শেরিফ আল সায়ার, যীশু সহ আরো অসংখ্য ব্লগার যে কি তীব্র আবেগে শাশ্বতের জন্য শুক্রবার বসুন্ধরার গেটগুলোর সামনে শাশ্বতের চিকিৎসা ব্যয় নির্বাহের জন্য অর্থ-সংগ্রহের কর্মসূচী রেখেছে, সেখানে আশা করি সবাই উৎসাহব্যাঞ্জক সাড়া দেবেন। অনেক ব্লগার যদি সেখানে উপস্থিত হয়, দাতাদের আকৃষ্ট করা সহজ হবে। আর বসুন্ধরার মত চমৎকার একটা জায়গায় আপনাদের একটা গেট-টুগেদার হয়ে গেল, চেনা-পরিচয় হলো ব্লগারদের সাথে। শাশ্বত আপনাদের জীবনকে আনন্দে ভরে দেবে। শুধু একবার শাশ্বতের জন্য চলে আসুন।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।