আমাদের কথা খুঁজে নিন

   

এক হৃদয়হীনের / হৃদয়হীনা র কাছে হৃদয়ের দাম কি আছে?

তুমি সাদা ক্যানভাস, আমি রং মাখা তুলি।

প্রেম কি? প্রেমের মূল্য কত? প্রেমে পড়লে অনুভূতি কেমন হয়? প্রেমে পড়ে কেন মানুষ? প্রেম ছাড়া কি মানুষ বাচেঁ না? প্রেমেই যদি পড়তে হবে তবে কেন মানুষ একজন আরেকজন কে বুঝে না? প্রেমের স্থায়ীত্বকাল কত? প্রেম যদি স্বর্গীয় হয়, তবে কেন মানুষ প্রেমের অভিনয় করে? যিনি প্রেমে পড়েন তিনি কেন অভিনেতা বা অভিনেত্রীর অভিনয় বুঝতে পাড়েন না? কেন তাকে চিনতে অক্ষম হন? চোখ নাকি মনের কথা বলে, তাহলে কেন তারা চোখের ভাষা বুঝতে পারেন না। প্রেমের কারনে কত মানুষের প্রাণহানী ঘটছে! প্রেমে ব্যর্থ হয়ে কত ছেলে মেয়ে আত্মহননের পথ বেছে নিচ্ছে! যখন কেউ তারা প্রেমে পড়ে বিপরীত জনের আচরনে কি একটুও বুঝতে পারেন না যে, তিনি তার কাছ থেকে কতটুকু বালবাসা পাচ্ছেন? যিনি প্রতারনা করছেন তিনি কি একটি বারের জন্যও ভাবেন না বিপরীত জন তাকে কতটুকু ভালবাসে? এতটা হৃদয়হীন মানুষ কি করে হয়? আর হৃদয়হীনের/হৃদয়হীনার কাছে কেন হৃদয় সপে দেওয়ার আবেদন? অনেক মা-বাবার কারনেও প্রাণ হানী ঘটে। মা-বাবারা কেন তাদের সন্তানদের মন বুঝতে চেষ্টা করেন না? জীবনের চেয়ে বড় আর কি আছে? প্রেম শ্বাশ্বত, প্রেম অমর, প্রেম স্বর্গীয়, ইত্যাদি ইত্যাদি এসব কথার মূল্য কোথায় রইল? আর যারা প্রেমে ব্যর্থ হয়ে আত্মহননের পথ বেছে নেন, তাদের কাছে কি প্রেমিক/প্রেমিকাই সব ? মা-বাবা, ভাই-বোন, বন্ধু-বান্ধব এদের ভালবাসার কোন মূল্য নেই? যে মা গর্ভে ধারন করে তিলে তিলে বড় করে তুলেছেন, যে বাবা অকৃত্রিম ভালবাসা দিয়েছেন, ভাই -বোনের ভালবাসা, মধূর খুনসুটি সবকিছু কেন ধূলিস্বাৎ হয়ে যায় ভালবাসার কাছে? ‍‌‍"আরও কিছু প্রশ্ন ছিল রয়ে গেল মনের একান্ত গহীনে, বেদনা ভারাক্রান্ত মন উত্তর খুঁজে বেড়ায় আপনে। হৃদয় নামক অলৌকিক অঙ্গটার কেন এই অধঃপতন? এর সাথে তুল্য চলে কি কোন মূল্য রতন? "

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।