আমাদের কথা খুঁজে নিন

   

ঘর মন জানালা

আমি পথিক

প্রচন্ড ঝড়ের পরে যখন পৃথিবী শান্ত হয়ে আসে রাত জাগা পাখিরা নীরে ফিরে যায় খোঁজ করে কোথায় তার পরিবারের আপনজন? এমনি করে বুকভরা স্বপ্ন নিয়ে তোমার প্রতিক্ষায় বসে থাকি। প্রতিক্ষার প্রহর নাকি মানুষের কাটতে চায় না অথচ জান এই আমি এতদিন ধরে তোমার জন্য অপেক্ষায় আছি কিন্তু অপেক্ষায় ক্লান্ত হয়ে যাইনি। কেননা যখনি আমি তোমার কথা ভাবি তখনি এক ঘোর আমায় আচ্ছন্ন করে রাখে। আমি যে অনুভব করি তোমায় আমার সর্বাংগে সমস্ত সত্তা জুড়ে তোমার অবস্হান। সেই কবে বলে গেছ রোজার ঈদে আসবে; কোরবানির ঈদও চলে গেল। এলে না শুধু ফোনে কথা বলে কি মন ভরে বল? আমিতো চাই তোমার বুকে মাথা রেখে জড়িয়ে রাখি দুহাতে তোমায়। জানি আমায় ছেড়ে থাকতে তোমারও বড় কষ্ট দুহাত মেলে কবে আসবে তুমি ?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।