এক ব্যাক্তি নতুন বাড়ি তৈরী করেছেন,তার প্রতিবেশি বাড়ি দেখতে এসে আবিষ্কার করলেন যে,বাড়ি তৈ্রীতে যত না বেশি তার চেয়ে বেশি টয়লেট তৈ্রীতে খরচ করেছেন মালিক।তিনি দেখলেন টয়লেটে বসার সঙ্গে সঙ্গে টয়লেট কাপতে থাকে এবং ট্রেনের মতো ঝিক ঝিক আওয়াজ হয় এর কারন জানতে চাইলে মালিক বলেন-
ভাই আমি আগে ট্রেনের T.C.ছিলাম।জীবনের বেশির ভাগ সময় ট্রেনেই টয়লেট করেছি কিন্তু অবসর নেয়ার পরে টয়লেট করতে দারুন সমস্যা
হয়।
কেন?; কারন অভ্যাস খারাপ হয়ে গিয়েছে,টয়লেট না কাপলে আর
ঝিক ঝিক আওয়াজ না হলে প্রেসার পাই না.....
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।