তারে চেনার আমন্ত্রন **************** এম , জি , আর মাসুদ রানা দাড়াও পথিক কথা শুনেযাও , বুকে যে স্নিগ্ধ উর্বর বরষা নিরন্তর বয়ে যায় , স্রোতের ফেনিল শুভ্রতায় সেথা কোকিল কুহ কুহু ডাকে মুহুর্মুহু নির্ভেজাল সুদ্ধ ভোরের মত কি সে মথুরায় । চমকে যাই হারিয়ে তাড়িত মন , কি হে সে আহবান কি খুজে আঁখি টিপ টিপ ছন্দ বহে মধু লগনে আয়ত চকিত চাহনি রাজ্যর স্বপ্ন ভুলে আমাতে সে রহস্যর বেড়াজালে ফেলে দিল ক্ষনে । দিকভ্রান্ত মরিচিকা হে তন্বী তক্ষ শিলা বক্ষে এঁকে গন্ধ বিলাও যার সন্ধানী অস্পিহার মোহে জাগে কামুক এ মন ধুলির ধরায় এযে ঈশ্বরের মহা আলপনা বাস্তবে রঙ মেখে তরিতে আন ডেকে বসন্ত বাতায়ন । থাক তোমার সে সাজ পড়ে সে দেখিব অপলক অজস্র স্বপ্নচারি নিশুতি রাতে ভুবন ভোলানো অমাবস্যার চাঁদনী আলেয়ায় শুনব অরন্যর নিশাচর দিপালিকার ডানার ঝটপটানি আর নিরব গহনে ছায়া হয়ে এস খুজে পাবে সেথা আমায় ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।