আমাদের কথা খুঁজে নিন

   

= অনন্তর আমি যুদ্ধকেই নির্বাচিত করলাম

কাব্য-দিনের কথাঃ স্পর্শের আগুনে! অন্যদিগন্ত: www.fazleelahi.com

অনন্তর আমি যুদ্ধকেই নির্বাচিত করলাম যদিও সে আমার আন্তরিকতার বিপরীত আন্তরিকতা...................হাহ্ ভাবতেই চুরমারি উঠে বর্তমান পৃথিবীটা মনে করতে পারো? তোমার আঁকা-বাঁকা চাহনীকে বুঝে নিতাম আগ্রহ মিষ্টি হাসিকে ভালোবাসা আর মধুমাখা কথাগুলোকে প্রেম তারপর চৈত্রের ঠা ঠা রৌদ্র মাথায় নিয়ে ঘুরে বেড়াতাম সারাটি তৃষ্ণ দুপুর তখনো আবাদী হৃদয় থেকে গুনগুনিয়ে উঠেনি 'মনে পড়ে....কবিতায় তোমাকে একদিন...' একটি ভালবাসার জন্য আমি তিতীক্ষা করেছি সুদীর্ঘ ত্রিশটি বছর.......... একটি প্রিয়ভূমির মায়াজালে সয়েছি অনেক যাতনা বেছে নিয়ছি সুদীর্ঘ একাকীত্ব পরবাস তবু মনে পড়ে যায় বৃষ্টি দিনের কথা আমি শাপলার কানে কানে শুধিয়েছি কত 'ভালবাসবে আমায়?' আমি বাতাসের ঢেউয়ে কত খুঁজেছি তারে আকাশের নীলে দৃষ্টি করেছি ধোঁয়াশা অবশেষে পাতায় পাতায় নামিয়েছি কুয়াশা কত কাদাজল মাড়িয়েছি মানুষের খোঁজে কত রক্তকে ঘামে ঝরিয়েছি বেইনসাফীর দাবদাহে মানুষের সন্ধান পেতে পেতে পেরিয়েছে দুই যুগ আমি ভালোবাসার সন্ধানে আমি ভালোবাসা পেতে আমি ভালোবাসতে গিয়েছিলাম তার কাছে তাবৎ পৃথিবী রিক্ত করেছে যারে সে কি পেতে পারে নিরঙ্কুশ ভালোবাসা! আমি জেনেছি তাকে আমি পেয়েছি তাকে ভালোবাসা এক অন্য পৃথিবীর নাম যেথা ফুল ফোটে যেখা রক্ত ঝরে যেথা বাঁশী বাজে যেথা কান্নারা শোরগোলে 'ভালোবাসা'-সে এক বিশাল শিক্ষা এক পবিত্র ভূমি এক সবুজ গ্রহ এক পরিচ্ছন্ন হৃদয়... আমি তাকে লাঞ্ছিত হতে দেখেছি পথে প্রান্তরে অবশেষে নির্ধারিত হলো আমাতে এবং আমিত্বে দুই-ভুবনের ভালোবাসা রক্ষায় যুদ্ধই নিয়তি,,,, যুদ্ধই পরিণতি,,,, এভাবেই শান্তি! ৫ জুন ২০০৮, মদীনা মুনাওয়ারা, সউদী আরব। ছবি: নিজস্ব।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।