আমি অন্ধ্........মূর্খ....জ্ঞানহীন....
আমার আরাফাত ভাই।
গত কয়েকদিন হইলো বিবহিত হইছেন। খবরটা পাইলাম সিলেটের জুনায়েদের কাছে। খবর পাইয়া গতকাইল ছুইটা গেলাম সোনারতরী টাওয়ারে- ভাইরে দেখার জন্য। ভাইরে দেইখ্যা মনে হয় খুশি হইলাম।
জিগাইলাম-
-ভাই- ফাসিডা লইয়াই ফালাইলেন !
-হ রে ভাই।
-বিবাহিত হইলেন-আগে তো কইলেন না
-ক্যান-দার্জিলিং থিকা আসার সময় গাড়িতে কই নাই ?
-না।
যাউক গা-
ফাসির কতা হয়তো আরাফাত ভাই আমারে কইছিল। আমি হয়তো বা ভুইলা গেছি। তয় এহন মনে প্রানে দোয়া করতেছি আমার ভাই যেন ভালো থাকেন।
ব্লগারসকল- আপনাদের কাছেও আমার ভাইয়ের জন্য দোয়া চাইতেছি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।