আমাদের কথা খুঁজে নিন

   

৫০০ টাকার ইন্টারনেট "SMILE" এর কথা (আমি ভুক্তভোগী)

একটি ভীষণ না থাকাকে সঙ্গে নিয়ে প্রতি রাতে ঘুমাতে যাই

শুধুমাত্র বিগ্গাপন দেখে নয়, SMILE এর অফিসে গিয়ে ৫০০ টাকার নেট ব্রাউজ করে, আরো অনেক ব্যাপারে নিশ্চিত হয়ে ডায়াল আপ ছেড়ে ব্রডব্যান্ড নিছিলাম। ৮/১০ KB/s দিয়ে ডাউনলোড দিতাম। ফেসবুক এর হোম পেজ আসতো ৫ সেকেন্ডে। নিজেকে মনে হত বিল গেটস। হায়রে বাংলাদেশ! আমারে এমনে মুলা দেখাইলি? একমাস হইছে SMILE ইউজ করি।

গত ১৫ দিন ধরে গুগলের হোম পেজ আসতে ৭/৮ সেকেন্ড লাগায়। ডাউনলোড স্পিড দেখায় ১/২ KB/s। ফোন দিছিলাম। যখনই ফোন দেই, বলে সার্ভার আপডেট হচ্ছে। আপডেট আপডেট আর আপডেট.... এত আপডেটের ফল কি? কিছুখন পর পর লাইন কেটে যায়।

গুগলে "angelina jolie" লিখে সার্চ বাটনে টিপি দেই...ওকি!!!...কোথায় angelina-র রংচংগে ফটুক আইবো তা না, আসে এরর পেজ! মন মেজাজ খারাপ হইয়া আছে। এমনে হইলে কেমনে বলগামু? তারচেয়ে তো ডায়াল আপ ভালা ছিলো। তারপরও...মাঝে মাঝে বিল গেটস হইতে মন চায়

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।