আমাদের কথা খুঁজে নিন

   

যে হাত ছুটে গেল (তন্ময়)

নিজেরে হারায়ে খুজি..... bohurupi.mohajon@gmail.com
বহু আরাধ্য দুটি হাত যেন কত শতাব্দীর সাধনার ফল! তার পর কোন এক সন্ধ্যায় আপন করে পেলাম। বিস্ফারিত চোখে আমার বিশাল হাতে মেলে ধরেছিলাম, আর ভেবেছি - 'আজ থেকে আমার হলে' জানি না কত দিনের প্রতিজ্ঞা ছিল। মনে আছে, হাজারো ভীড়ে সজোরে আকঁড়ে ধরতাম হাত দু'টো - যেন হারিয়ে না যায় কোলাহলে। কোন এক বর্ষায় নৌকার গলুইয়ে আমাদের দু'জোড়া হাত ভিজেছিল; শীর্ণ ছোট্ট দু'টি হাতে নাক গুজে ভালবাসার ঘ্রাণ নিয়েছি কতবার..! আজ সবার অলক্ষ্যে, নিদারুন অবহেলায় সেই হাত ছুটে গেল।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।