আমাদের কথা খুঁজে নিন

   

এটা কেমন নিয়ম !

এসেছি নতুন জগতে। চাই সবার সহযোগিতা

হা হুতাশ করা গরমে যখন এক পশলা বৃষ্টি ঝেটিয়ে বিদায় করলো তখন খুবই স্বস্তি পেয়েছিলাম। সেই আনন্দে গরম থেকে হঠাৎ বৃষ্টিতে ভিজলাম্ । সবই ভাল ছিল কিন্ত সমস্যা বাধলো কিছুক্ষন পরেই। ঠান্ডা, সর্দি এবং জ্বরকে সঙ্গী হিসেবে পেলাম।

সেই সাথে পেলাম পুরনো স্মৃতিগুলোকে মনে করার ফুরসত। উহ্, একা হওয়াটাই মুশকিল! কষ্টরে স্মৃতিগুলো মনে এসে ভীড় করে। আমি কোন দুঃখের স্মৃতি মনে করতে চাই না। এই ঠান্ডা ঠান্ডা আবহাওয়াটাকে হৃদয় দিয়ে উপভোগ করতে চাই। গরমের হলকা থেকে বেঁচে ঠান্ডায়, ঝিরিঝিরি বাতাসের স্মৃতি নিয়ে থাকতে চাই।

সুখের সময়টাতে কেন দুঃখ এসে ভীড় করে? নিরবচ্ছিন্ন সুখ কেন আমরা উপভোগ করতে পারি না। কেন আমরা যে যার মতো খুশি পরিবেশে থাকতে পারি না? একা হলেই কষ্টের স্মৃতিগুলো এসে ভীড় করবে এটা কি আইন? আমি আইন ভাঙ্গতে চাই। হতে চাই একজন ভয়ঙ্কর আউট ল.....................

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।