একটু আগে বাড়ি ফিরলাম। সব ঝামেলা চুকে। দরোজায় দাঁড়িয়ে পিছন ফিরে দ্যাখি, এ-কী! আমার সমস্ত শরীর যেনো পুড়ে যাচ্ছে শারদীয় জোছনায়, তীব্র আলোয়।
প্রত্যয় খুঁজি পথ-প্রান্তর ছেঁপে নাগরিক মৌনতা ভেঙ্গে
জেগে ওঠার প্রাণ আজকাল নিয়মিত হয় না, মরচে
ধরে আছে আগামি গৌধুলি,
কোলাহল লাগে না আর ভালো, ধূসর আকাশের মতো
হয়ে ওঠেছে আমার প্রাত্যকাল, লাল-নীল মদের
বোতলে সঙহতি আঁকি প্রায়হীন, খুঁজি নতুন আহবান ...
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।