আমাদের কথা খুঁজে নিন

   

জাগ এই দুর্দিনে / সাবধান হুঁশিয়ার বাঙ্গালী

জাগ এই দুর্দিনে মোঃ মাসুদ মিয়া হে বিবেকবান আজ ও নিরবে কাদে কত প্রান পৃথিবীর মায়াজাল ছিন্ন করে ওরা বহুদূরে , স্মৃতি ১লা বৈশাখ শিল্পির কণ্ঠে বাংলার গান সেই রমনার বটমুল বোমার আতংকে কম্পমান প্রতিটি হৃদয় দৃশ্যপটে রক্তাক্ত । ময়মনসিংহ ছিনামা হলে একই গঠনার পুনঃরাবৃত্তি বড়ই মন্মান্তিক আজও হলের সামনে নির্বাক জনতা , ষড়যন্ত্রের নীল নকশায় গৃহযুদ্ধের মরম বেদনায় এখনও ঢাকার দরবার হল প্রশ্নাতীত মৌন সাক্ষী । সিলেটের পবিত্র মাঝার শরীফ সেথাও বোমাময় আতংক খোদার সিংহাসন যেন ঢলে । দুষ্কৃতি কাল কেয়ামত নামে গ্যাস ফিল্ড টেংরা টিলায় , নেত্রকোনায় উদীচী শিল্পীদের হত্তা সারা বাংলায় একই সাথে আদালত সচিবালয় ও ময়দানে পরিকল্পিত বোমারু জঙ্গি হামলা এখনও পরাধীনতার লগ্ন হানে , হে প্রিয় জন আল্লাহুকে স্বরন রাখ সমাধান তার অসীম মহিমায় । একটা গৃহ যুদ্ধ এড়িয়ে গেলেও আরেকটার সূত্রপাত রাজনৈতিক ভুল সিদ্ধান্তের জন্য যে হবেনা তা উড়িয়ে দেওয়া যায়না , সাবধান বাংলার জ্ঞানি গুনি মহারথিরা । জাগ এই দুর্দিনে বৈরি আচরন ঝেড়ে ফেল সবাই এক হও আমরা আর কোন নতুন ইরাক , আফগান পরিস্থিতি চাইনা ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।