তিন বছর তিন মাস...অনেক স্মৃতি...
মাঝে মাঝে কল্পনা করি... বাংলাদেশে ভোরবেলা ঘুম থেকে উঠেছি, চারিদিকে ঠান্ডা ঠান্ডা একটা ভাব, ফ্যানটা খুব ধীরে ঘুরছে ওপরে।
মশারি থেকে বেরিয়ে ঠান্ডা ফ্লোরে চপ্পলটা খুঁজে নেই, জানলা দিয়ে সকালের অদ্ভুত ভাললাগা বাতাস টা আসছে, পাতলা পর্দা তাতে হালকা ফুলে উঠছে।
জানালার সামনে গিয়ে দাড়াই, বাইরের আকাশে হালকা নীলাভ হয়ে উঠেছে, ভোর হচ্ছে। পাখিরা হালকা ডাকছে।
প্লেয়ারে বাতিসের রাগ মানবতী চালিয়ে দিয়েছি। আকাশে বাতাসে আনন্দ ভেসে বেড়াচ্ছে, ঘরের দেয়ালে দেয়ালে সেই আনন্দ, ভোর হওয়ার মৃদু শরৎ বাতাসের সাথে মিশে এক অপার্থিব ভালো লাগায় ভরিয়ে দিচ্ছে।
কল্পনাটা ভালই লাগে। কিছুক্ষন চুইংগামের মত চিবোই মগজের একোষে ওকোষে... খানিক পরে বাস্তবে আসতে হয়... ধুস!
খিদে পেয়েছে, নিচে নামবো, কালকের রাঁধা চিকিন, সাথে ঠান্ডা ভাত, মরে যেতে ইচ্ছে করে...বিভূঁয়ে এলাম কি করতে?
http://www.youtube.com/watch?v=lgklBdphZY0
রাগ মানভতী
njoy!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।