আমাদের কথা খুঁজে নিন

   

" টেলিভিশন " মুভিটি বর্জন করুন

জীবন সুন্দর , আমরাই কঠিন বানাই । এমনি কঠিন যে পরে সমাধান না পেয়ে নির্জনে হাঁসফাঁস করি । তবু এই গোলক ধাঁধা ভাল লাগে । কি এক অমোঘ আকর্ষণে বেঁচে থাকা আজো অনুভব করতে চাই , এখন গত শুক্রবার রাত ৮ তার দিকে আমি আর আমার এক বন্ধুর কি মনে হল , হুজুগের বসেই " টেলিভিশন " মুক্তির প্রথম দিনেই নাইট শো ( রাত ৯.৩০ - ১২.০০ টা) দেখতে দেখতে চলে গেলাম বলাকায় । সিনেমা হল কানায় কানায় পূর্ণ ।

যতটাই আশা নিয়ে মুভিটা দেখতে বসলাম আস্তে আস্তে তা হতাশায় রুপ নিল । মুভি না টেলিফিল্ম দেখছি ? সন্দিহান ছিলাম । ফারুকি সাহেব একটা রক্ষণশীল গ্রামের যে অসঙ্গতি দেখাতে চেয়েছেন , তা মুভির যে উপাদান আছে , তার ভেতরি দেখানো যেত , কিন্তু তার মাঝে তিনি ফাঁদলেন এক উদ্ভট কাহিনী , যা আমাদের দেশকে বাইরের দেশের কাছে ছোট করেছে । এখন তো বুঝলাম কেন এই মুভি এত পুরস্কার পেয়েছে । আসলে নেতিবাচক দিক তুলে ধরা ছাড়া বিদেশিরা আমাদের পুরস্কার দিবে , ভাবাই যায়না ।

এখানেও তাই । মুক্তির আগে এ বিষয়ে ফারুকি সাহেবের একটা ইন্টারভিউ তে তিনি এমন বিষয়ের কথা নাকচ করলেও আসলে এটাই সত্যি যে , বিদেশে পুরস্কার পেতে কিছু নেতিবাচক উপাদান দিতে হবে । একজন বাংলাদেশি হিসেবে এই মুভি নিয়ে আমি গরব বোধ করিনা , লজ্জিত হই । এটা নিয়ে নাটক , টেলিফিল্ম বানালে আলাদা কথা , কিন্তু মুভির মত বিশাল ক্যানভাসে এমন একটা উদ্ভট বিষয় না আনলেই ভালো হত । শিল্পীদের অভিনয়ে নতুন কিছুই নাই ।

ইতিবাচক দিক হিসেবে আমি কেবল কিছু দৃশ্য চিত্রায়নে মুন্সিয়ানা পেলাম, যদিও এসব বিষয় ভাই বেরাদারেরা অনেক আগেই দেখিয়েছেন । এর চেয়ে রেদয়ান রনির চোরাবালি অনেক ভালো ছিল । আসলে আমাদের মুভির বাজার বাড়াতে চোরাবালির মত বাণিজ্যিক মুভি দরকার । সচেতন দর্শকেরা সবাই টেলিভিশন বর্জন করবে বলেই আমার বিশ্বাস । বাংলা মুভি নষ্ট করতে আগে ছিল অশ্লীল মুভির ভুত ।

এখন শুরু হয়েছে নতুন একটা ভুতের উৎপাত । পুরস্কার পাবার জন্য দেশের মান সন্মান নষ্ট করে কম বাজেটে ফালতু একটা টেলিফিল্ম টাইপের মুভি বানানোর অপচেষ্টা । এগুলা হটানো দরকার । মূলধারার মুভি হল আসল মুভি । দর্শক পয়সা খরচ করে ফালতু বাকয়াজি দেখতে চায়না , উস্কানিমুলক কিছু দেখতে চায়না ।

তারা চায় নির্ভেজাল বিনোদন । বাংলা মুভি , সিনেমা হল বাচাতে ভালো বাণিজ্যিক মুভি দরকার , ফারুকি মার্কা মুভি না হলেও চলবে । মূল ধারার পরিচালক মতিন রহমান , কাজি হায়াত , সহিদুল ইসলাম খোকন , চাষি নজরুল , মালেক আফসারি , সোহানুর রহমান এরাই যথেষ্ট । তারাও ভালো কাহিনী , বাজেট পেলে ভালো বিনোদন মূলক মুভি আগেও বানিয়েছে , সামনেও পারবে । ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।