আমাদের কথা খুঁজে নিন

   

এই সমতলে নিরবধি

.

আমাকে ছাড়াও যার জীবন ভালো যাচ্ছে খুব ইচ্ছে,ডেকে শোনাই-দেবতা পাথর কথা বলবে না প্রবেশ দ্বারে কৃষকের মূর্তি, ফসল নষ্ট করে যায় পাহাড়ী হাতির দল গাছের ডালে দীর্ঘশ্বাস ঝুলে রয় হাতে ছটফটে প্রজাপতির লাজ-রেণু, ঘুর্ণিঝড়ের ধুলো সেখানে হারায় আমার একদা-চোখের আলো রঙধনু হয়ে আজ আকাশে ভেসেছে যদিও দেহ বিষে নীল- ফুটছেনা ফুল বাগানে বাগানে বৃষ্টিও হয় না বহু কাল,আমি হীম বায়ু ঠেলে তোমার বাড়ি যেতে চাই! -তখন,কাটা-গুল্ম এড়িয়ে, মৃত ঝর্ণাটির পাশে খুব সন্তর্পণে দুর থেকে সংসারী নারীর সিঁথির মতো বিস্মৃত পথে উঁকি দেই; এই সমতলে নিরবধি ভৃত্য বায়ূ হয়ে রই,তারই আশায় আমাকে ছাড়াই যার জীবন চলে যায় রচনা:২/৬/০৮ইং

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।