আমাদের কথা খুঁজে নিন

   

আমরা যদি সত্যইি দশেরে উন্নয়ন,জনগণরে কল্যান চাই

দেশের উন্নয়ন,জনগণের কল্যান যদি হয় দরীদ্ররা ও সকল জনগন ভিক্ষুক মুক্ত,বেশ্যামুক্ত,বস্তি ফুটপাতে মাানুষ ঘুমাবেনা,সকল নাগরিকের দায়িত্ব রাষ্ট্র গ্রহন করবে নিরাপদ ঘর ও স্বাস্থ্য সম্মত জীবন তাহলে আমাদের দেশে উন্নয়ন ও জনগনের কল্যান হয়নি। স্বাধীনতার ৪২ বছর ধরে আমাদের দেশে যা হয়েছে তা হলে রাজনৈতিক দলগুলো নিজেরা ও নিজেদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সুবিধাভোগী, শুভাকাংখীদের সম্পদ,খমতা,আরাম আয়েশ ভোগ,বৃদ্ধি করেছে অন্যদিকে ঃ মাথাপছিু ঋনরে পরমিান বৃদ্ধি পাচ্ছ,ে ঃ ভক্ষিুকের সংখ্যা বৃদ্ধি পাচ্ছ,ে ঃ ফুটপাতে ঘুমানো লোকরে সংখ্যা বাড়ছে ঃ নত্যি প্রয়োজনীয় দ্রব্যরে দাম বৃদ্ধি পাচ্ছ,ে ঃ হত্যা,গোলযোগ,ছনিতাই,চাঁদাবাজি বৃদ্ধি পাচ্ছ,ে ঃ নর্যিাতন,র্ধষন,বৃদ্ধি পাচ্ছে ঃ সড়ক র্দুঘটনায় মৃতরে সংখ্যা বাড়ছে ঃ যানযট বাড়ছে ঃ বদ্যিুৎ,গ্যাস,পানি সংকট বাড়ছে ঃ বশ্যোবৃত্তি বাড়ছে ঃ মাদক, চোরাচালান বৃদ্ধি পাচ্ছ,ে ঃ ধনী গরীবরে বষৈম্য বাড়ছে ইত্যাদ,ি আমরা যদি সত্যিই দেশের উন্নয়ন,জনগণের কল্যান চাই তাহলে আমাদের ভুলে যেতে হবে বৃটিশ আমেরিকার তথাকথিত গনতন্ত্র। নিজেরা সৃষ্টি করতে হবে নতুন গনতন্ত্র। আমাদের দেশে যত রাজনৈতিক দল,সামাজিক,সাংস্কৃতিক সংগঠন আছে সকল রাজনৈতিক দল,সামাজিক,সাংস্কৃতিক সংগঠন নিয়ে একটি মাত্র দল গঠন করতে হবে যে দলের সাধরন সদস্য দেশের সকল নাগরিক আর নির্বাহী সদস্য ৩৫০জন (সংসদের আসন অনুযায়ী)। সাধরন সদস্য দেশের সকল নাগরিক ৩৫০জন নির্বাহী সদস্য নির্বাচন করবে যারা একটা নির্দিষ্ট পরিমানের বেশী সম্পদের মালিক হতে পারবেনা।

নির্বাহী সদস্য ৩৫০জন পর্যায়ক্রমে প্রেসিডেন্ট,প্রধানমন্ত্রী, মন্ত্রী,প্রতিমন্ত্রী হবে। দলের সাধরন সদস্য দেশের সকল নাগরিকের ভিক্ষুক মুক্ত,বেশ্যামুক্ত,বস্তি ফুটপাতে মাানুষ ঘুমাবেনা,সকল নাগরিকের দায়িত্ব রাষ্ট্র গ্রহন করবে নিরাপদ ঘর ও স্বাস্থ্য সম্মত জীবন ব্যবস্থা বাস্তবায়ন করবে নির্বাহী সদস্য ৩৫০জন। দলের সাধারন সদস্য,নির্বাহী সদস্য,রাষ্ট্রীয় সকল কর্মকর্তা অর্থাৎ সকল জনগনের সম্পদের স্বচ্ছতা জবাবদিহিতা আয়নার মতো স্বচ্ছ করতে হবে। যার যার ধর্ম নিজেরা পালন করবে। আমরা এখন যা করছি তাহলোএ দল ও দলের নিন্দা করে মুলত জনগনকে ধোকা বোকা বানিয়ে ধনীদের ধন সম্পদ রক্খা ও বৃদ্ধি করতে কাজ করছি।

(চলবে) ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।